Home বিনোদন নিজের বোনের মেয়ের সাথে বিয়ে করছেন প্রভুদেবা, খবর প্রকাশ পেতেই চর্চায় ডান্সিং...

নিজের বোনের মেয়ের সাথে বিয়ে করছেন প্রভুদেবা, খবর প্রকাশ পেতেই চর্চায় ডান্সিং আইকন

প্রেম কখন কার জীবনে কিভাবে আসে তা আগে থেকে কেউ জানতে পারেনা। এমনটাই ঘটলো প্রভুদেবার জীবনে। প্রভুদেবাকে সকলেই চেনেন। প্রভুদেবার কথা উঠলে সকলের তার নাচের কথাই মনে পরে। তার নাচ দেখে সকলেই নেচে ওঠে। তিনি স্পিরিং এর মতো নিজের শরীর দুলিয়ে নাচ করেন। তবে প্রভুদেবা এখন যার প্রেমে পড়েছেন তার নাম শুনে সকলে অবাক হয়ে গেছেন। সেলিব্রিটিরা বিভিন্ন সময় বিভিন্ন জনের প্রতি প্রেমে পড়েন তবে এবার প্রভুদেবা যার প্রেমে পড়লেন। সেটা সত্যিই অবাক করা ঘটনা। তিনি এবার বিয়ে করতে চলেছেন নিজের ভাগ্নিকে।

বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে প্রভুদেবা তার ভাগ্নির সাথে ডেট এ যাচ্ছেন। তবে এই বিষয়ে কিছু বলেননি প্রভুদেবা। তবে অনেকেই আলোচনা করছেন তার বিয়ে নিয়ে। তবে এ বিষয়ে এখন সঠিক ভাবে কিছু জানা যায় নি প্রভুদেবা তার ভাগ্নিকে বিয়ে করবেন কি না। এর আগে ১৯৯৫ সালে নিজে পছন্দ করে প্রভুদেবা বিয়ে করেছিলেন। তিনি বিয়ে করেছিলেন রামলতা নামে এক নারীকে। রামলতা মুসলিম ধর্মের ছিলেন কিন্ত বিয়ের জন্য তিনি হিন্দু ধর্মের হন।

১৫ বছর সংসার করার পর প্রভুদেবা অন্য আরেকজন এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। রামলতার থেকে তার মন উঠে যায়। তারপর ২০১১ সালে আইনগতভাবে তাদের বিচ্ছেদ ঘটে। তবে শোনা গেছিল দক্ষিনা অভিনেত্রী নয়নতারার প্রেমে পরে প্রভুদেবা রামলতার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটন। নয়নতারাকে বিয়ে করতে চেয়েছিলেন প্রভুদেবা এটা জানতে পেরেছিলেন রামলতা আর তাই তাদের সংসার ভেঙে গেছিল। ১৫ বছর সংসার করে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে প্রভুদেবার এই প্রেম টিকে থাকে না। যে প্রেমের জন্য তার বিবাহ বিচ্ছেদ ঘটে সেই প্রেম তার টিকে থাকে না। এরপর এখন আবার শোনা যাচ্ছে তিনি আবার প্রেমে পড়েছেন। আর এবার গুঞ্জন উঠছে তিনি তার ভাগ্নির প্রেমে পড়েছেন। তবে এবিষয়ে কিছু বলেননি প্রভুদেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম