fbpx
Sunday, August 1, 2021
Homeকোচবিহারহাই স্কুলে চুরি,ছয় ঘন্টার মধ্যে চুরির জিনিস সমেত চোর ধরলো স্থানীয় পুলিশ

হাই স্কুলে চুরি,ছয় ঘন্টার মধ্যে চুরির জিনিস সমেত চোর ধরলো স্থানীয় পুলিশ

কোচবিহার, নিজস্ব প্রতিনিধি:- কোচবিহার জেলার অন্তর্গত হলদিবাড়ির একটি স্কুল থেকে শিখন সামগ্রী চুরি হয়ে যায়। চোর স্কুলের সমস্ত ইলেকট্রনিক নিয়ে পালিয়ে যায়।চুরির খবর জানতে পেরে পুলিশ স্কুলে যান ।

ঘটনা ছড়িয়ে পড়ার মাত্র ৬ ঘন্টার মধ্যে পুলিশ দুজন কে গ্রেফতার করেছে।ধৃতদের নাম অজয় রায় এবং বাপি রায়। তাদের সাথে 2 টি সি পি ইউ, ১ টি ইউ পি এস, এবং ১১ টি সিলিং ফ্যান আর একটি প্রজেক্টার উদ্ধার করেছেন।

ধৃতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়েছে। পুলিশের এই তৎপরতা প্রশংসা কুড়োচ্ছে। ঘটনাটি ঘটার মাত্র ৬ ঘন্টার মধ্যেই চোর সমেত জিনিস উদ্ধার করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম