পরকীয়া বৈধ ঘোষণা করা হয়েছিল দেশে। এবার সেই পথে হেঁটে আরও বড় ঘোষণা করল ভারতের আদালত। বিবাহিত মহিলা স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ছাড়া অন্য পুরুষের সঙ্গে থাকতেই পারেন। এতে অস্বাভাবিক কিছু নেই। এমনই মনে করছে এলাহাবাদ হাইকোর্ট।
আশা দেবী নামক এক মহিলা স্বামীকে ছেড়ে অন্য একজনের সঙ্গে থাকছিলেন। তাঁর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি। আর পরে ওই ব্যক্তিকে তিনি বিয়েও করেননি। এই নিয়ে বিবাদ শুরু হলে প্রেমিক সুরজ কুমারকে নিয়ে আদালতে যান আশা দেবী।
মহেশ চন্দ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও অন্য পুরুষের সঙ্গে আশার থাকা নিয়ে শুরু হয় বিবাদ। আশা দেবীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ এবং ৪৯৫ ধারায় দায়ের করা হয় মামলা।
অভিযোগ উঠেছিল যে আশা এবং সুরজের সম্পর্ক সামাজিক নিয়ম বিরুদ্ধ। যা আইনেরও লঙ্ঘন করেছে। যদিও বিচারকেরা মনে করছেন যে ওই সম্পর্ক লিভ-ইন নয়। পাশাপাশি দাম্পত্যও বলা যায় না।