fbpx
Sunday, August 1, 2021
Homeবিনোদনবিনা ব্লাউজে হট লুকে উষ্ণতায় ভরপুর! মুহূর্তেই তিথির (ঝিলিক) ভিডিও ভাইরাল

বিনা ব্লাউজে হট লুকে উষ্ণতায় ভরপুর! মুহূর্তেই তিথির (ঝিলিক) ভিডিও ভাইরাল

স্টার জলসা বিনোদন চ্যানেল এর বিগত কয়েকবছর আগের একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল “মা” ধারাবাহিক। এই মা ধারাবাহিক অনেকেই দেখতেন। সন্ধ্যা রাতে প্রায় ঘরে ঘরে চলতো এই জনপ্রিয় মা ধারাবাহিক। দর্শক বাড়ির সকল সদস্যর মনে জায়গা করে নিয়েছিল এই মা ধারাবাহিক এর ঝিলিক তথা তিথি বসু। মা ও মেয়ের আন্তরিক অনুভূতি যেন দর্শক এর মন কেড়ে নিয়েছিল।

ধারাবাহিক এ ছোট্ট বেলায় মায়ের কোলের থেকে হারিয়ে গিয়েছিল ঝিলিক তারপর থেকেই মা ও মেয়ের আন্তরিক টান , কষ্ট দুঃখ যেন দর্শক মনে গভীর প্রভাব ফেলেছিল। ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা ‘ ধারাবাহিক এর গানটিও খুব জনপ্রিয় ছিল।

এই ধারাবাহিক এর প্রধান চরিত্রের নাম ঝিলিক। তার নাম তিথি বসু। তিথি বসুকে ঝিলিক বলে এক ডাকে সকলেই চিনে যায়।তিথি বসু ক্লাস 3 থেকে ক্লাস 9 পযন্ত এই মা ধারাবাহিক এ অভিনয় করেছেন। তিথি বসু তিন বছর বয়স থেকে অভিনয় জগতে এসেছেন। তিথি বসু থাকেন টালিগঞ্জ এর রানীকুঠি এলাকায়।

রানীকুঠি জিডি বিড়লা স্কুলের ছাত্রী তিথি। তবে সেই ছোট্ট তিথি এখন অনেক বড়ো হয়ে গেছে। এখন সে আশুতোষ কলেজে পরে সাইকোলজি নিয়ে। তিথি এখন আর মায়ের কোলের ঝিলিক নেই সে এখন অনেক বড়ো হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ছবি ভাইরাল হয়।

লক ডাউন এ তিনি অনেক হট লুক এ ছবি তুলেছেন। আর সোশ্যাল মিডিয়ায় তার সে সব হট লুক এর ছবি মুহূর্তে ভাইরাল হচ্ছে। আর সেই ছবিতে নেটিজেনেরা ছোট্ট ঝিলিক কে দেখে পুরো অবাক হয়ে যাচ্ছেন। অনেকে অনেক মন্তব্য করছেন। অনেক খারাপ মন্তব্যও করছেন অনেকেই তিথি বসুর সেই সব ছবি দেখে। কিন্তু তিথি বসু সেই সব মন্তব্যের কোনো তোয়াক্কা না করে সে তার ছবি শেয়ার করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম