বর্তমানে মেয়েদের একটা বড়ো সমস্যা হলো চুল ঝরে যাওয়া আর সে পরিমানে নতুন চুল না গজানো। চুল ঝরে পড়া থেকে যেন নিস্তার নেই। মাথায় চিরুনি করলেই গোছা গোছা চুল ঝরে পরে। মাথা যেন দিন দিন চুল বিহীন হয়েছে যাচ্ছে।মেয়েরা চারিদিকে এই সমস্যার সমাধান খুঁজতে ব্যাস্ত। তাই আজকে আপনাদের পেঁয়াজের তৈরী একটি প্যাক এর কথা বলবো যা আপনাদের চুল ঝরা কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্যে করবে।
পেঁয়াজের রস চুলের জন্য ভীষণ উপকারী। পিঁয়াজের রস রক্ত চলাচল বৃদ্ধি করে। যার ফলে চুল ঝরা কমে এবং মাথায় নতুন চুল গজায়। পেঁয়াজের রস মাথায় কে নানান জীবাণু থেকে মুক্ত রাখতে সাহায্য করে। পেঁয়াজের রস মাথার খুশকি ও ইনফেকশন কমাতে সাহায্য করে।
আরও পড়ুনঃ গর্ভবতী মায়ের নিজেকে ও তার শিশুকে সুস্থ রাখার জন্য কি কি করবেন
উপকরণ: পেঁয়াজের রস , মধু , লেবুর রস
প্রণালী:- প্রথমে একটি বড়ো পেঁয়াজ পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর পেঁয়াজ টিকে একটা ঘোসনি দিয়ে ঘোসে নিন। তারপর ঘোসা পেঁয়াজ টা থেকে রস টা চিপে আলাদা একটা পাত্রে নিন।
তারপর ওই পাত্রে পেঁয়াজের রসের মধ্যে এক চামচ মধু এবং এক চামচ লেবুর রস মিশিয়ে নিন।
মিশ্রণ টি তৈরী হয়ে গেলে তা আপনার মাথায় তালুতে আস্তে আস্তে ভালো করে মেখে নিন। মাখা হয়ে গেলে ৩০ মিনিট রেখে দিন। ৩0 মিনিট রাখা হয়ে গেলে মাথাটা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন। একদম পরিষ্কার করে ধোবেন। আপনি এই মিশ্রণ টি সপ্তাহে দু দিন ব্যবহার করতে পারেন। দেখবেন আপনি অনেক উপকার পাবেন। আপনার চুল ঝরার সমস্যা অনেক টা সমাধান পাবেন।