fbpx
Friday, July 23, 2021
Homeলাইফস্টাইলজেনে নিন ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমা কিভাবে আটকাবেন

জেনে নিন ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমা কিভাবে আটকাবেন

ফ্রিজ বর্তমানে প্রায় সকলের ঘরেই আছে। ফ্রিজ ব্যাবহারে প্রচুর সুবিধা আছে। তাই অবশ্যই উচিত ফ্রিজ সবসময় পরিষ্কার ও যত্ন করে রাখা। ফ্রিজে একটি সমস্যা খুব দেখা যায় সেটা হল ফ্রিজ এর মধ্যে অতিরিক্ত বরফ জমা। নরমাল ফ্রিজ ও ডিপ ফ্রিজ দুটোতেই ভীষণ পরিমানে বরফ জমতে দেখা যায়।

ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে কাজ করতে ভীষণ অসুবিধা হয় ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে ফ্রিজ থেকে কোনো কিছু বের করতে ভীষণ সমস্যা হয়। ফ্রিজে একবারে বেশি বরফ জমতে দিবেন না।

অল্প বরফ জমতে জমতে অবশ্যই ফ্রিজ পরিষ্কার করে নিবেন। নাহলে ফ্রিজে থেকে কোনো কিছু বের করতে গিয়ে বরফ এর চাপে ফ্রিজের কোনো কিছু ভেঙে যেতে পারে। তাই ফ্রিজ সবসময় বরফ মুক্ত রাখুন। নিয়মিত ধীরে ধীরে বরফ পরিষ্কার করলেই ফ্রিজে বরফ কম জমবে।

আর কম বরফ জমা অবস্থায় পরিষ্কার করলে আপনার কষ্ট কম হবে কারণ বরফ এর পরিমান বেড়ে গেলে বরফ শক্ত হয়ে যায় এবং সেটা পরিষ্কার করা আপনার পক্ষে কষ্টকর। তাই জেনে নিন কিভাবে ফ্রিজ এ বরফ কম জমবে।

ফ্রিজ দেওয়াল এর সাথে লাগিয়ে রাখবেন না। ফ্রিজ দেওয়াল এর সাথে লাগিয়ে রাখলে বেশি বরফ জমে।

ফ্রিজ এ বরফ জমার পর প্লাস্টিক এর চামচ দিয়ে সেই বরফ পরিষ্কার করুন। দুদিন পর পর বরফ পরিষ্কার করবেন বরফ বেশি জমে গেলে তা পরিষ্কার করা ভীষণ মুশকিল। আর অবশ্যই প্লাস্টিক এর চামচ দিয়ে পরিষ্কার করবেন এতে ফ্রিজ এর কোনো ক্ষতি হবে না।

ফ্রিজে রান্নার পর গরম খাবার ঢুকিয়ে দিবেন না ফ্রিজে খাবার ঠান্ডা হওয়ার পর ঢোকাবেন। গরম খাবার ফ্রিজে ঢোকালে বরফ বেশি জমে।

ফ্রিজ কখনো রান্নার ওভেন , গ্যাস , মাইক্রোওভেন এর পাশে রাখবেন না। আসলে গরম কিছুর পাশে ফ্রিজ থাকলে বরফ বেশি জমে।

প্রতি সপ্তাহে ফ্রিজের থার্মোসিস্ট চেক করুন। থার্মোসিস্ট যদি সঠিক তাপমাত্রায় না থাকে তাহলে ফ্রিজে বরফ বেশি জমে। তাই অবশ্যই ফ্রিজে থার্মোমিটার লাগান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম