কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিককে সকলেই চেনেন। বাংলার বিখ্যাত কিছু ধারাবাহিক যেমন- ‘ইস্টি কুটুম’, ‘এখানে আকাশ নীল’শীর্ষ ভুমিকাতে তাকে দেখা যাওয়াতে সকল মানুষের কাছে চেনা মুখ ও স্নেহের পাত্র হলেন ঋষি।তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে সকল এর মনে জায়েগা করে নিয়েছেন তিনি, অনুরূপ ভাবে বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে কি এবার বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির কলকাতার ঋষি কৌশিককে বিয়ে করেছেন? হ্যাঁ, ছবি দেখে এমনটাই মনে হবে সবার। তবে অবাক হওয়ার কিছু নেই। জানা গেছে যে, এটি শুধুমাত্র একটি নাটকের দৃশ্য।
এবারএ ঋষি কৌশিককে দেখা যাবে বাংলাবেশি নাটোকেও! কলকাতার এই ঋষি এবার কাজ করলেন বাংলাদেশের নাটকে। তিনি নায়ক হিসেবে জুটি বেঁধেছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে। নাটকের নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। আফরিন জামান লীনার রচনা ও রাকেশ বসুর পরিচালনায় এর কাজ এখন চলছে শ্রীমঙ্গলে।
এতে অভিনয় প্রসঙ্গে ঋষি কৌশিক বলেন, ‘প্রথমবার বাংলাদেশে এসেছি। দারুণ লাগছে। যা দেখছি সবই ভালো লাগছে। ফ্লেভারটা যদিও পরিচিত। মনে হচ্ছে পশ্চিমবঙ্গেই রয়েছি। আর প্রথমবারের মতো কাজ করছি এদেশের নাটকে। সেই অভিজ্ঞতাও দারুণ।
পরিচালক রাকেশ বসুর সঙ্গে নাটকটিতে কাজের বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরেই যোগাযোগ ছিলো। শুনেছি রাকেশ মানসম্মত নাটক নির্মাণ করেন।এতে আমার চরিত্রটি বেশ সুন্দর। সাফা, পুরো এবং নাটকটির বাকি মেম্বাররাও চমৎকার।
রবি কিরণ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ বসু। নাটকের গল্পে দেখা যাবে, ঋষি ভারতীয় একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাসার চিলেকোঠায় আশ্রয় নেন। সেই বাসাতেই থাকেন সাফা কবির। তাদের দুজনের মধ্যে গড়ে উঠে সম্পর্ক। কিন্তু পরিণতিটি খানিকটা ব্যতিক্রম। সেটা কেমন জানতে দেখতে হবে এই নাটক।