fbpx
Friday, July 23, 2021
Homeআন্তর্জাতিকসমুদ্রের মাঝে দেখা দিল বিরাট ৮২ ফুটের বিরল প্রাণী! ওজন প্রায় এক...

সমুদ্রের মাঝে দেখা দিল বিরাট ৮২ ফুটের বিরল প্রাণী! ওজন প্রায় এক লক্ষ কেজি

সমুদ্রের সবচেয়ে বৃহত্তম প্রাণী হল তিমি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক এমন প্রাণীর ছবি ভিডিও নেটিজেনেদের চোখে ধরা পরে যে সমস্ত প্রাণীর দেখা পাওয়া ভীষণ মুশকিল এর ব্যাপার। অনেকের কাছে এমন অনেক ধরণের প্রাণী দেখা অসম্ভব যে গুলোর ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের চোখে পরে।

এই বিশেষ প্রাণীর মধ্যে তিমি হল উল্লেখযোগ্য। ৭৫ টি তিমি প্রজাতির মধ্যে ব্লু হোয়েল বা নীল তিমি সবচেয়ে উল্লেখযোগ্য। সমুদ্রে এই তিমি ভেসে উঠতে দেখা যায়। সমুদ্রে গেলে সকলের আকর্ষণ থাকে নীল তিমির ওপর।এই প্রাণী বর্তমানে প্রায় অবলুপ্তর পথে। এখন এই প্রাণী অনেক কম দেখা যায়। এই প্রাণী একটু দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার।

ব্লু হোয়েল বা নীল তিমি সাধারণত জলের গভীরে থাকে। তাই এর দেখা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এই নীল তিমির ওজন প্রায় লক্ষের কাছাকাছি। সম্প্রীতি অস্ট্রেলিয়ার সিডনি শহরে সমুদ্রের কিনারায় প্রায় 82 ফুট দৈর্ঘ্যর এ প্রাণীর দেখা মিলেছে। অস্ট্রেলিয়াতে ক্যামেরায় ধরা পড়লো এই বৃহত্তম প্রাণীর ছবি।

তারপর ইনস্টাগ্রাম এ এক ব্যক্তি এই বিশ্বের বৃহত্তম প্রাণীর ভিডিও আপলোড করেন এবং মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পরে। ভিডিওটি ওপর থেকে করা হয়েছে যার ফলে প্রায় সম্পূর্ণ প্রাণীর ছবি সুন্দর ভাবে ধরা পরে ক্যামেরায়। আর বাড়িতে বসে সকলেই এই বৃহত্তম প্রাণীর ছবি উপভোগ করেন।

সকলেই মুগ্ধ হয়ে যায় সমুদ্রের এই সুন্দর প্রাণীটিকে দেখে। প্রায় অবলুপ্তর পথে যাওয়া এই তিমির ছবি ঘরে বসে দেখতে পাওয়া সত্যিই আনন্দের বিষয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম