fbpx
Saturday, June 19, 2021
Homeবিজ্ঞান ও প্রযুক্তিধেয়ে আসছে পৃথিবীর দিকে এক বিশাল গ্রহাণু! ভয়ঙ্করের মুখে মানব জাতি, জানাল...

ধেয়ে আসছে পৃথিবীর দিকে এক বিশাল গ্রহাণু! ভয়ঙ্করের মুখে মানব জাতি, জানাল নাসা

নাসা গবেষণা সংস্থা থেকে জানানো হয়েছে যে , পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলছে একটি গ্রহাণু। এই গ্রহাণুর নাম ৪৬৫৮২১। গ্রহাণুর উচ্চতা প্রায় ৮৮৬ ফুট। আগামী রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এই গ্রহ পৃথিবীর গা ঘেঁষে চলে যাবে। গবেষকরা বলেছেন এই গ্রহাণু এর সাথে পৃথিবীর সংঘর্ষ এর কেনো সম্ভাবনা নেই এই গ্রহাণু টি পৃথিবীর গা ঘেঁষে চলে যাবে। তারা বলেছেন ভয়ের কেনো কারণ নেই এই ধরণের গ্রহের সাথে সংঘর্ষ হয় না তেমন একটা।

কখনো কখনো অন্য গ্রহের সঙ্গে টানের ফলে তারা হঠাৎ অনেকটা কাছে চলে আসে। গবেষক এরা জানিয়েছেন ,এই ধরণের গ্রহাণু আগেও পৃথিবীতে এসে পড়েছিল। এই ধরণের গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে অনেক কিছু ধ্বংস হওয়ার কথা শোনা যায়। প্রাচীন সভ্যতার ডায়নাসোর জাতীয় প্রাণীর বিলুপ্তির কারণ এই ধরণের গ্রহাণু পৃথিবীতে আছড়ে পরার কারণে হয়েছে এমনটা শোনা যায়।

তবে এই গ্রহণ টি সূর্য থেকে ১৯. ৪৫ কোটি কিমি দূরে রয়েছে। এই গ্রহাণু অনেক বড়ো। গবেষকেরা বলেছেন , মিশরের গিজার গ্রেট পিরামিড এর আকারের চেয়েও দ্বিগুন বড়ো। এই গ্রহাণু ১০ বছর আগে নজরে এসেছিলো নাসার। এই ধরণের গ্রহাণু সূর্যের তাপ গ্রহণ করে উত্তপ্ত হয় ফলে এগুলো গতি পরিবর্তনের সম্ভাবনা বেশি থাকে। এই ধরণের গ্রহাণু পৃথিবীতে পড়লে পৃথিবীর নতুন বিবর্তন ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম