Home বিনোদন অন্য মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত স্বামী, স্ত্রী সেটা দেখে কি করলেন দেখুন

অন্য মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত স্বামী, স্ত্রী সেটা দেখে কি করলেন দেখুন

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির নামের সাথে আমরা প্রায় সকলেই পরিচিত । একের পর এক সিনেমায় তার নজরকাড়া অভিনয়ে মুগ্ধ তার অনুরাগীরা । কিন্তু প্রায় প্রতিটা সিনেমাতেই অভিনেত্রীর সাথে ঘনিষ্ট হতে দেখা গেছে অভিনেতাকে । লিপলক থেকে সঙ্গমের দৃশ্যে ইমরানকে হার মানানো বলিউডের পক্ষে প্রায় অসম্ভব । এইজন্যই ইমরান বলিউডের সিরিয়াল কিসার থেকে শুরু করে মোস্ট সেক্সিয়েস্ট অভিনেতা নামে পরিচিত ।

 

পর্দায় তার এই উত্তেজনা জাগানো দৃশ্য তার সংসারিক জীবনে কি কোনো প্রভাব ফেলে ? তা জানতে মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ সহ তার অনুরাগীরা । কিন্তু হাশমি তার ব্যাক্তিগত জীবন প্রকাশ্যে আনতে নারাজ । ইমরান পত্নী পারভিন তার এই ধরনের আচরণে বেশ অনেকটাই অসন্তুষ্ট । তার মতে এগুলো বলিউডের ধাচ নয় ।

 

যদিও স্বামীকে অন্য মহিলার সাথে দেখতে কোন স্ত্রীর ভালো লাগে । ‘ মার্ডার ‘ ছবির প্রিমিয়ারে মল্লিকা শেরাওয়াত এর সঙ্গে ঘনিষ্ট হতে দেখা অশান্তি করেন ইমরান পত্নী পারভিন । ঘটনা শুধু অশান্তিতে ই থেমে থাকেনি , নিজেকে সামলাতে না পেরে পারভিন ইমরানের হাতে আচড়ে রক্ত বের করে দিয়েছিল । দগদগে ঘা হয়ে গেছিলো সেই আচড়ের । দীর্ঘদিন ওই আচড়ের দাগ ও ছিল তার হাতে ।

 

এমনটাই নিজের মুখে এক সাক্ষাৎকারে স্বীকার করেন ইমরান হাশমি । বোঝাপড়ার মধ্য দিয়েই তিনি নিজেদের সম্পর্ককে অটুট রাখতে পেরেছেন । তবে একথা পরিষ্কার যে অভিনেতার এই ধরনের আচরণ মেনে নেননি পারভিন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম