বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির নামের সাথে আমরা প্রায় সকলেই পরিচিত । একের পর এক সিনেমায় তার নজরকাড়া অভিনয়ে মুগ্ধ তার অনুরাগীরা । কিন্তু প্রায় প্রতিটা সিনেমাতেই অভিনেত্রীর সাথে ঘনিষ্ট হতে দেখা গেছে অভিনেতাকে । লিপলক থেকে সঙ্গমের দৃশ্যে ইমরানকে হার মানানো বলিউডের পক্ষে প্রায় অসম্ভব । এইজন্যই ইমরান বলিউডের সিরিয়াল কিসার থেকে শুরু করে মোস্ট সেক্সিয়েস্ট অভিনেতা নামে পরিচিত ।
পর্দায় তার এই উত্তেজনা জাগানো দৃশ্য তার সংসারিক জীবনে কি কোনো প্রভাব ফেলে ? তা জানতে মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ সহ তার অনুরাগীরা । কিন্তু হাশমি তার ব্যাক্তিগত জীবন প্রকাশ্যে আনতে নারাজ । ইমরান পত্নী পারভিন তার এই ধরনের আচরণে বেশ অনেকটাই অসন্তুষ্ট । তার মতে এগুলো বলিউডের ধাচ নয় ।
যদিও স্বামীকে অন্য মহিলার সাথে দেখতে কোন স্ত্রীর ভালো লাগে । ‘ মার্ডার ‘ ছবির প্রিমিয়ারে মল্লিকা শেরাওয়াত এর সঙ্গে ঘনিষ্ট হতে দেখা অশান্তি করেন ইমরান পত্নী পারভিন । ঘটনা শুধু অশান্তিতে ই থেমে থাকেনি , নিজেকে সামলাতে না পেরে পারভিন ইমরানের হাতে আচড়ে রক্ত বের করে দিয়েছিল । দগদগে ঘা হয়ে গেছিলো সেই আচড়ের । দীর্ঘদিন ওই আচড়ের দাগ ও ছিল তার হাতে ।
এমনটাই নিজের মুখে এক সাক্ষাৎকারে স্বীকার করেন ইমরান হাশমি । বোঝাপড়ার মধ্য দিয়েই তিনি নিজেদের সম্পর্ককে অটুট রাখতে পেরেছেন । তবে একথা পরিষ্কার যে অভিনেতার এই ধরনের আচরণ মেনে নেননি পারভিন ।