নিজেস্ব সংবাদদাতা :-শনিবার সকালে অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ন গোস্বামী হয়ে প্রচারে বেরিয়েছিলেন নুসরত। সেখানে অভিনেত্রী তথা সাংসদ হুড খোলা একটি জিপে দলীয় প্রার্থীর সমর্থনে বেশ কিছুক্ষণ প্রচার চালান। কিন্তু প্রচারে বেশকিছুটা সময় অতিক্রান্ত হবার পর,সাংসদকে আবারও কিছুক্ষন থাকতে বলা হয়। আর এর পরেই হটাৎ মেজাজ হারিয়ে ফেলেন সাংসদ। নুসরাতকে বলতে দেখা যায় “আমি মুখ্যমন্ত্রীর জন্য এতটা করিনা”।
নুসরাতের এইরূপ মেজাজ দখনো ভিডিও ব্যাপক ভাবে সোসাল মিডিয়াতে ছড়িয়ে পরে। জানা গিয়েছে,অশোকনগরের প্রার্থীর পাশেই দাঁড়িয়ে প্রচার করেছিলেন নুসরত। সেই সময় দলের এক কর্মকর্তা নুসরতকে বলেন, সামনের রাস্তাটা আরও অনেকটাই লম্বা আর তাই আপনাকে পুরোটা যেতে হবে না। আর আধ কিলোমিটার মতো গেলেই হবে। এই কথাতেই হঠাৎ মেজাজ হারান নুসরত। বলেন, “আমি এক ঘণ্টার উপর সভা করছি। মুখ্যমন্ত্রীর জন্যেও এতটা করি না। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান তবে এবারে নিজের দলের কর্মীর ওপরই মেজাজ হারিয়ে ফেলেন তিনি ।