উত্তরপ্রদেশের ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের পুলিশ নির্যাতিতার পরিবারের সাথে দেখা করায় বাঁধা দিয়েছে,এমনটাই অভিযোগ বার বার উঠে এসেছে। সাথেই কংগ্রেস নেতৃত্বদের ধাক্কা দেবার কথাও শোনা গিয়েছে।
মঙ্গলবার পঞ্জাবে সেই প্রসঙ্গ তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যোগী রাজ্যের দিকে নিশানা করে বলেন,”যদি আমাকে ধাক্কা দেওয়া হয় তাতে কি হয়েছে, আমাদের কাজ দেশকে রক্ষা করা।”
জানা গিয়েছে, পাঞ্জাবে তিন দিনের “খেতি বাঁচাও”যাত্রা আয়োজন করা হয় হয় আর সেখানেই শেষদিনে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী।ট্রাক্টর নিয়ে র্যালিতে একটি ট্রাক্টরে বসতেও দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।এর পরেই তিনি কেন্দ্র সরকারকে কটাক্ষ করে করে জানান,ওই সরকার তো গোটা দেশের মানুষকেই ধাক্কা দিয়ে কোণঠাসা করে দিয়েছে। তাই আমাকে ধাক্কা দেওয়া হয়েছে কি না, সেটা কোনও বড় বিষয় নয়।”
সংসদে মোদি সরকারের পাশ করা তিনটি কৃষি বিল কৃষকদের সর্বস্বান্ত করবে বলে মনে করেন রাহুল। ওই কালা কানুন বাতিলের জন্য লাগাতার আন্দোলন চলবে বলেও হংকার দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বৃহস্পতিবার হাথরসে নিহত দলিত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় রাহুল এবং প্রিয়াঙ্কার কনভয় আটকায় উত্তরপ্রদেশ পুলিশ। সে সময় এক পুলিশ অফিসারের ধাক্কায় রাহুলের মাটিতে পড়ে যান। এর পরেই ক্ষুব্ধ রাহুল গান্ধীর প্রতিক্রিয়া,”আমি ধাক্কা সহ্য করে নেব। কিন্তু আসলে ভয়ঙ্কর ধাক্কা খেয়েছে ওই পরিবার। যাঁদের বাড়িতে কন্যাসন্তান রয়েছে।”এইভাবেই যোগী সরকারের বিরুদ্ধে কড়া নিন্দায় মাতেন রাহুল গান্ধী।