সম্প্রীতি এক ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাঁড়ি ব্লকের শিবপুর এলাকায়। ঘটনা ঘটেছে এক বিধবা মহিলা ও এক যুবক কে ঘিরে। ওই এলাকার এক বিধবা মহিলা ও এক যুবক এর মধ্যে চলছে অবৈধ সম্পর্ক এই নিয়েই এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য। এলাকা বাসী তাদের সম্পর্কের প্রমান পেয়ে বাড়ির পাশে কালী মন্দিরে তাদের বিয়ে দিয়ে দেয়।
সূত্রে জানা গেছে , ওই মহিলার নাম অঞ্জনা রজক। তার বয়স ৩০ বছর। এক বছর আগে তার স্বামী মারা গেছেন। তার এক ছেলে ও এক মেয়ে আছে। তার স্বামী অর্থাৎ আনন্দ রজক এর সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল মুর্শিদাবাদ এর রঘুগঞ্জ এলাকার এক যুবক এর।
যুবক এর নাম মিঠুন হালদার। মিঠুন এর বয়স ২৬ বছর। বেশ কিছুদিন আগে মিঠুন হালদার ব্যাবসার কাজে শিবপুর এলাকায় এসেছিলেন।কিন্তু অঞ্জনা রজক এর স্বামী এক বছর আগে মারা যান। তারপর থেকেই মিঠুন হালদার দেখা করতে আসেন অঞ্জনা রজকের সাথে। এবং তাদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক তৈরী হয়।
গত শনিবার মিঠুন দেখা করতে আসেন অঞ্জনা রজকের সাথে এবং বেশ অনেক্ষন সময় কাটান। সেই দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। তারপর তাদের অবৈধ সম্পর্কের প্রমান পেয়ে এলাকাবাসী বাড়ির পাশে কালী মন্দিরে তাদের বিয়ে দিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।