fbpx
Friday, July 23, 2021
Homeবিনোদনবিয়ের মাত্র চার মাসের মধ্যেই খুশির খবর বরুন ধাওয়ানের ঘরে!

বিয়ের মাত্র চার মাসের মধ্যেই খুশির খবর বরুন ধাওয়ানের ঘরে!

বিয়ের মাত্র চার মাসের মধ্যেই খুশির খবর বরুন ধাওয়ানের ঘরে!

বলিউডের সুপারস্টার বরুন ধাওয়ান,সিনেমা জগতে ব্যাপক নাম অর্জন করেছেন তার দারুন অভিনয়ের মাধ্যমে।চার মাস আগেই বিয়ে সারেন বরুন,তার বান্ধবী নাতাশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায় মা-বাবা হলেন নাতাশা ও বরুণ।

 

সম্প্রতি বরুণ ও নাতাশা একটি সারমেয় দত্তক নিয়েছেন এবং সারমেয়টি জাতে বিউগল। সে আপাতত নতুন বাবা-মায়ের কাছে এসে খুব খুশি। তবে বরুণের শেয়ার করা ভিডিও দেখে মনে হচ্ছে, সে একটু বেশি মাত্রায় বাবার ন্যাওটা।তবে বরুণ ও নাতাশা এখনও ছেলের নাম ঠিক করে উঠতে পারেননি। আর সেই জন্যে অনুরাগীদের কাছে জানতে চেয়েছেন তাঁদের সারমেয়-সন্তানের কি নাম রাখা যায়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম