মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ– মুর্শিদাবাদের রেজিনগরের অমরপুরে রেলেরলাইনের ধার থেকে উদ্ধার হওয়া একব্যক্তির মৃত দেহ উদ্ধারের পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায়।পরে খবর করে জানতে পারা যায় মৃত ব্যক্তির নাম আসলাম শেখ যার বয়স মাত্র ২০বছর।
খবর সূত্রে জানা যায়, গতকাল সন্ধে থেকেই নিখোঁজ ছিল ওই যুবক, এর পরেই আজ সকালে অমরপুর সংলগ্ন রেললাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারের পরেই, জানতে পারা যায় দেহটি নিখোঁজ হওয়া আসলাম শেখের দেহ।
মৃত যুবকের বাবা জানান, গতকাল সন্ধে থেকেই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, এর পরেই সকলে মিলে খোঁজাখুঁজি করি কিন্তু শেষমেশ কোনো খবর পাওয়া যায় নি আসলামের।তারপর এইদিন ছেলের মৃত দেহ উদ্ধারের পর আসলামের বাবা বলেন, আমরা ছেলেকে মেরে ফেলা হয়েছে। এর পরেই পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়ে দেয়। ইতি মধ্যেই পুলিশের তরফ থেকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।