fbpx
Sunday, August 1, 2021
Homeমালদামালদা জেলার রতুয়ায় ডাকবাংলার শুভ উদ্ভোদন!

মালদা জেলার রতুয়ায় ডাকবাংলার শুভ উদ্ভোদন!

বুধবার রতুয়া ১ নং ব্লকের ডাকবাংলার নতুন ভবনে ফিতা কেটে উদ্ভোদন করেন মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষের প্রতিনিধি শেখ ইয়াসিন। ডাকবাংলায় পুরোনো স্থান পরিবর্তন করে নতুন স্থান হল। বুধবার রতুয়া ১ নং ব্লক সহ কৃষি অধিকর্তার করণের স্থান পরিবর্তন করা হল। শেখ ইয়াসিন ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য শুভম সরকার , রতুয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আবেদা বেগম সহ পঞ্চায়েত সমিতির অনন্যা সদস্যরা।

আগে দপ্তর ছিল রতুয়া হাটখোলা এলাকায় এক ব্যক্তির ভাড়া বাড়িতে একথা রতুয়া ১ নং ব্লক সহ কৃষি অধিকর্তা সৈযদ সারওয়ার উস্নান জানান।

এটি অনেক দিনের পুরোনো বিল্ডিং এ থাকায় জরাজীর্ণ অবস্থায় ধুকছিল। সেখানে জায়গা একদম কম ছিল তাই চাষীদের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিতে অসুবিধা হচ্ছিল। সেখানে ঘর ছোট থাকায় চাষীদের সব কাজে অসুবিধা হত। ঘন্টার পর ঘন্টা লম্বা লাইন করে রাজ্যে সড়কের উপরে তাদের দাড়িয়ে থাকতে হত। উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানান হয়েছে এই সব অসুবিধার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম