দৈনিক খবর:- এইদিন দক্ষিণ২৪ পরগনার ঢোলাহাট থানার পাথরপ্রতিমা দিগম্বরপুর গ্রামে এক সিভিক ভলেন্টিয়ারের ওপর গৃহ বধূকে শারীরিক নির্যাতনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম।এর পরেই ঘটনা সংক্রান্ত গোপন ভিডিও ফাঁস হতেই স্থানীয়রা বিক্ষোভে ফেটে পরেন।সেই কোয়ারেন্টাইন সেন্টারের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
শুক্রবার সকাল থেকেই এই ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা।অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এর নাম জাহির আব্বাস। গ্রামের লোকের অভিযোগ,বেশ কয়েকদিন আগে এই কোয়ারেন্টিনে আসে এক মুম্বাই থেকে গৃহ বধূ,এর পরেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সেই মহিলার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে ওঠে।বেশ কয়েকদিন গ্রামবাসীরা হাতে নাতে ধরতে গেলেই ব্যর্থ হয়, কিন্তু এইদিন ভিডিও প্রকাশ্যে আসতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পরে। স্থানীয়দের আরও অভিযোগ,অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিধায়ক সমীর জানার খুবই ঘনিষ্ঠ এবং বিধায়কের প্রশ্রয়ে এতদিন ধরে সে বেশ কিছু অসামাজিক কাজে লিপ্ত হয়েছে একাধিকবার। তবে তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী এলাকায় আসে এবং বিক্ষোপ কারীদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনায় বেশ কয়েকজনের আহত হবার খবরও পাওয়া গিয়েছে।