দেশের রক্ষায় রাফেল যুদ্ধবিমান নিয়ে এসেছে ভারত, যা বিরোধীদের খুব চিন্তায় ফেলে দিয়েছে। ভারতে রাফেল আসার পরেই ভারতীয় বায়ুসেনার শক্তি আরও অনেক গুন বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতে রাফেল আসতেই ভারত বিরোধী শক্তি গুলো রীতিমতো ভয় অনুভব করছে।
ফ্রান্স থেকে বর্তমানে ভারতের কাছে ৫টি যুদ্ধবিমান ভারতের মাটিতে এসে পৌঁছেছে এছাড়াও চলতি বছরের শেষ নাগাদ আরও বিমান গুলো ভারতে এসে পৌঁছবে বলে খবর। রাফেল এর দাম নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে একাধিক আক্রমন করে বিরোধী রাজনৈতিক দল তবে তা নিয়ে বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করেছে সুপ্রিমকোর্ট। সব কাটিয়ে রাফেল ভারতের আম্বালা এয়ার ঘাঁটিতে এসে পৌঁছেছে এবং আজ আনুষ্ঠানিক ভাবে রাফেলকে ভারতীয় সেনাবাহিনীর শক্তি হিসাবে যোগদান করনো হচ্ছে।