fbpx
Saturday, June 19, 2021
Homeদেশভারতের তথা বিশ্বের সবচেয়ে বড় পরিবার! রয়েছে ৯৪ সন্তান এবং ৩৯ টি...

ভারতের তথা বিশ্বের সবচেয়ে বড় পরিবার! রয়েছে ৯৪ সন্তান এবং ৩৯ টি বউ

বিয়ে সাধারণত সকলে একটিই করে তবে কখনো কখনো দেখা যায় কেউ কেউ দুটো বিয়ে করেছেন কিন্তু এই সাধারণ এর ব্যতিক্রম ঘটালেন জিওনা চানা। তিনি ১৭ বছর বয়সে প্রথম বিবাহ করেন। তবে তিনি এই একটি বিয়ে করেই থামেনি একের পর এক বিয়ে করে তিনি মোট ৩৯ জন নারীকে বিয়ে করেছেন।

গত ১৩ মার্চ লন্ডন ওয়ালর্ড রেকর্ডস এ এক সংবাদ এ জানা যায় , পৃথিবীর সব থেকে বড়ো পরিবারের প্রধান হলেন জিওনা চানা। ১৯৪৫ সালে বাংলাদেশ লাগোয়া মিজোরাম এর এক মধ্যেবিত্ত পরিবার এ তার জন্ম। তিনি একবছর এ দশটা বিয়েও করেছেন। আর সব স্ত্রীকে নিয়ে একসঙ্গে থাকেন। বিশ্বের আর কারও এতো গুলো স্ত্রী নেই।

৩৯ জন স্ত্রী , ৯৪ জন সন্তান , ১৪ জন পুত্রবধূ এবং ৩৩ জন নাতি নাতনি রয়েছে তার পরিবার। জিওনা এক সাক্ষাৎকারে বলেন , পৃথিবীর সবচেয়ে বড়ো পরিবারের কর্তা হতে পেরে জিওনা ভীষণ গর্বিত। তার দেখাশোনা করার জন্য অনেকেই রয়েছে। তবে তিনি আরও বাড়াতে চান তার পরিবার।

জিওনা পরিবার যেমন বড়ো তেমনি বড়ো তার বাড়িটি। বাড়িতে ১০০ টি ঘর রয়েছে। সেই বাড়িতে তিনি তার ৩৯ জন স্ত্রী , ৯৪ জন সন্তান , ১৪ জন পুত্রবধূ এবং ৩৩ জন নাতি নাতনি নিয়ে থাকেন। জিওনার প্রতিটি স্ত্রী এর ঘর জিওনার ঘরের পাশেই। তার ঘরে সব স্ত্রী এর ঢোকার অনুমতি আছে। তবে বিয়ের দিন অনুসারে স্ত্রী দের ঘরের অবস্থান। যে স্ত্রী আগের তার ঘর জিওনার ঘরের একটু দূরে আর যে স্ত্রী তার নতুন বিয়ে করা সেই স্ত্রী এর ঘর তার ঘরের একদম পাশে। তার সন্তানরাও তার তাদের বিয়ে করা স্ত্রী দের নিয়ে ওই একই বাড়িতে থাকে। তাদের বাড়িতে রান্না ঘর একটি। একটি রান্নার ঘরেই সকলের জন্য রান্না হয়। জিওনার পরিবারে প্রতিদিন ১০০ কেজি চাল রান্না হত। প্রায় ৭০ কেজি আলু লাগে প্রতিদিন। মাংস রান্না করতে হলে প্রায় ৪০ টি মুরগি রান্না করতে লাগে। জিওনার সন্তানরা সকলেই পশুপালন ও কৃষিকাজ করেন। পশুপালন ও কৃষিকাজ করার ফলে পরিবারে এতজন সদস্য থাকলেও কখনো খাদ্যের অভাব হয় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম