fbpx
Thursday, July 29, 2021
Homeবিজ্ঞান ও প্রযুক্তিলাগবেনা আর পেট্রোল, হাওয়াতেই চলবে বাইক! মাত্র ৫ টাকায় চলবে ৪০ কিমি,...

লাগবেনা আর পেট্রোল, হাওয়াতেই চলবে বাইক! মাত্র ৫ টাকায় চলবে ৪০ কিমি, ভারতের বিজ্ঞানীদের তাক লাগানো আবিষ্কার

আমাদের জীবনে বিজ্ঞানের অবদান অপরিসীম। বিজ্ঞানের আশীর্বাদে সাধারণ মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়ে উঠেছে। যত দিন যাচ্ছে বিজ্ঞান ততো উন্নত হচ্ছে। আবিষ্কার হচ্ছে নতুন নতুন প্রযুক্তির। যার ফলে মানুষের অনেক কঠিন কাজ অনেক সহজেই হয়ে যাচ্ছে।

বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষের যাতায়াত এ একমাত্র অবলম্বন হল স্কুটি , স্কুটার , বাইক। তবে অনেক সাধারণ মানুষ এর বাইক কেনার সামর্থ থাকে না। আবার বাইক কিনলেও পেট্রল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া। এবার তাদের জন্য আছে এক সুখবর। বাজারে আসছে নতুন একটি বাইক।

বাইকটি চালাতে পেট্রল এর প্রয়োজন হবে না কারণ বাইকটি চলবে হওয়ার সাহায্যে। হাওয়ার সাহায্যে চালিত এই বাইক আবিষ্কার লখনৌ বিজ্ঞানীর এক অনবদ্য সৃষ্টি। এই বাইক তৈরী করলো লখনৌএর এক বিজ্ঞানী। তিনি অনেক দিন থেকেই এই আবিষ্কার এর পথে নেমেছিলেন। অনেক দিন থেকে তিনি এই এয়ার ইঞ্জিন তৈরির পরীক্ষা করছিলেন।

প্রায় ৯ বছর ধরে তিনি এই এয়ার ইঞ্জিন তৈরির কাজ করছেন। টুহুইলারের মাত্র ৫ টাকার হাওয়া দিয়ে ৪০ কিমি যাবে এই বাইক। এই এয়ার ও বাইক ঘন্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে চলবে। এই আবিষ্কার এ এই বিজ্ঞানীর সাথে ছিল এক ইঞ্জিনিয়ার কলেজের আইসোসিযেট ডিরেক্টর রাজ সিং।

এই বাইক বাজারে এলে পরিবেশদূষণ অনেক কম হবে। এই বাইক বাজারে এলে গ্লোবাল ওয়ারমিনিং এর সমস্যা অনেক কমবে। পরিবেশের জ্বালানি বাচবে। এছাড়া সাধারণ মানুষের অনেক টাকার সঞ্চয় তো হবেই। এই বাইক তৈরির কর্মীরা জানালেন , এই বাইক তৈরির ফলে সাধারণ মানুষের অনেক উপকার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম