নিউজিল্যান্ড এর ইতিহাস এ কিউযি প্রধানমন্ত্রী ক্যাবিনেটে এই প্রথম কোনো ভারতীয় বংশের কন্যা মন্ত্রী হলেন। ওই মহিলার নাম প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন। প্রিয়াঙ্কা কেরলের এনাকুলম জেলার উত্তর পারাভুরে জন্মগ্রহণ করেন। তার বয়স ৪১ বছর। তিনি আইআইটি কানপুর থেকে স্নাতকত্তর পাস করেন। তারপর তিনি সিঙ্গাপুর থাকতেন।
নিউজিল্যান্ড এর প্রধানমন্ত্রী পদে বসেছেন জেসিন্ডা আডেন। তিনি মন্ত্রীসভায় ভারতীয় বংশের এক মহিলাকে জায়গা দিলেন। ২০0৬ সালে রাজনীতিতে আসেন প্রিয়াঙ্কা। তার স্বামী দেশের ক্ষমতাসিন লেবার পার্টির সদস্য। ২০১৭ সালে প্রিয়াঙ্কার স্বামী কিউযি সাংসদ হিসেবে নির্বাচিত হন। সিঙ্গাপুর এর পর তিনি নিউজিল্যান্ড এর বাসিন্দা হন।
সোমবার নিউজিল্যান্ড এর মন্ত্রীসভায় জায়গা করে নেওয়ার পর প্রিয়াঙ্কা ফেসবুকে পোস্ট করেন , ” আজ আমার জীবনের খুবই বিশেষ একটি দিন। আমাদের সরকারের বিশেষ একটি অংশ হিসেবে জায়গা পেয়ে আমি খুবই আনন্দিত। ” তিনি বললেন মন্ত্রী হওয়ার পর অসাধারণ সব সহকর্মীদের সঙ্গে কাজ করার জন্য তিনি আগ্রহী হয়ে রয়েছেন।
মন্ত্রী পদে প্রিয়াঙ্কা নিযুক্ত হওয়ার পর প্রিয়াঙ্কার বাবা ভীষণ খুশি। তিনি বললেন , প্রিয়াঙ্কা মন্ত্রী পদে নিযুক্ত হওয়ার জন্য তিনি একটুও অবাক হননি। কারণ জেসিন্ডা আগেই ওর ওপর ভরসার ইঙ্গিত দেখেছিল। তবে প্রিয়াঙ্কার এই সাফল্য প্রিয়াঙ্কার বাবা ভীষণ গর্বিত। প্রিয়াঙ্কার বাবা খুব গর্ব বোধ করছেন প্রিয়াঙ্কার নতুন দায়িত্ব নিয়ে। প্রিয়াঙ্কা ফেসবুক এ তার মন্ত্রী হওয়ার খবর শেয়ার করার পর সকলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন।