fbpx
Sunday, August 1, 2021
Homeআন্তর্জাতিকমার্কিন সংস্থা অ্যাপেলের সাথে নতুন চুক্তি ভারতের, বাণিজ্য ক্ষেত্রে চীন হতে চলেছে...

মার্কিন সংস্থা অ্যাপেলের সাথে নতুন চুক্তি ভারতের, বাণিজ্য ক্ষেত্রে চীন হতে চলেছে কোন ঠাসা

দৈনিক ডেক্স:- চিনের লাদাখ হামলার পর ভারত সরকার TIKTOK ব্যান করেন। তবে শুধু চীন – ভারত সংঘর্ষ নয় করোনা ভাইরাস এর উৎস হিসেবেও ক্ষোভ গিয়ে পড়েছে চীনের উপর। বিশ্ব জুড়ে চীনা অ্যাপলিকেশন এবং চীনা বস্তু বর্জন চলছে।
এই পরিস্থিতিতে অ্যাপেলের দ্বিতীয় বৃহত্তম আইফোন উৎপাদক সংস্থা পেগাট্রন ভারতে আইফোন উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

বিশ্ব বাজারে চীনের সামগ্রী বয়কট শুরু হয়েছে লাদাখ ২০ জন ভারতীয় সৈনিকদের হত্যা করার পর থেকে। ইতি মধ্যে ভারত চীনা দ্রব্য বয়কট করেছে, ৫৯ টি অ্যাপলিকেশন ব্যান করা হয়েছে। মূলত উইশট্রন ও ফক্সকন এই দুটি সংস্থা আগে থেকেই চুক্তি বদ্ধ ছিল ভারতের সঙ্গে। এবার পেগাট্রন চুক্তি বদ্ধ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

ডেস্কটপ, মাদারবোর্ড, গেমিং প্রোডাক্ট, এল সি ডি টিভি, নোটবুক, ব্রডব্যান্ড , নেটওয়ার্কিং এই সব প্রস্তুতকারী সংস্থা হলো পেগাট্রন। এই সংস্থার সি ই ও জানিয়েছেন চীন দেশের বাইরে এই সংস্থা কে ছড়িয়ে দিতে চান।

আপাতত তারা চেন্নাই এ তাদের দেশীয় শাখা প্রতিস্থাপন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর বিদেশ থেকে যন্ত্রপাতি আনার ব্যাবস্থা করা হবে। এই পরিস্থিতি তে চীন পুরোপুরি ভাবে বাণিজ্য ক্ষেত্রে কোন ঠাসা হতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম