INS বিশাখাপত্তনম ভারতীয় নৌবহিনীতে যুক্ত হল , ট্যুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

INS বিশাখাপত্তনম ভারতীয় নৌবহিনীতে যুক্ত হল , ট্যুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী
ins visakhapattanam

জলে নেমে গেল স্টেলথ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস বিশাখাপত্তনম (INS Vishakhapattanam)। প্রথমবার এমন ধরণের কোন রণতরী জায়গা পেল ভারতীয় নৌবহিনীতে (indian navy)। যার ফলে আগের তুলনায় বেশ কয়েকগুণ বেড়ে গেল ভারতের ক্ষমতা।

INS বিশাখাপত্তনমের বৈশিষ্ট্য হল-

  • এই যুদ্ধ জাহাজ ৩২ বারাক ৮ মিসাইল দিয়ে সজ্জিত রয়েছে।
  • ভূপৃষ্ঠ থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এই হাতিয়ার।
  • INS বিশাখাপত্তনমের দৈর্ঘ্য ১৩৬ মিটার, প্রস্থ ১৭ মিটার এবং ওজন ৭৪০০ টন। গতি ঘণ্টায় ৫৫.৫৬ কিলোমিটার।
  • বিমান, হেলিকপ্টার, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং যুদ্ধবিমান ধ্বংস করতে এটি সক্ষম।
  • ১৬ টি ব্রহ্মোস মিসাইল দিয়ে সজ্জিত রয়েছে INS বিশাখাপত্তনম। চারটি গ্যাস টারবাইন ইঞ্জিন থেকে এটি শক্তি পায়।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, ‘ভারতীয় নৌবাহিনীর অন্যতম উদ্দেশ্য হল বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি পথ সুরক্ষিত রাখা। বরাদ্দ বাড়ানো যাবে প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রেও। তৈরি করা হবে একটি দেশীয় জাহাজ নির্মাণ হাব। তবে ইতিমধ্যেই ভারতে তৈরি করা হয়েছে নৌবাহিনীর ৪১ টি জাহাজের মধ্যে ৩৮ টি জাহাজ’।