Home বিনোদন 'হিন্দু' ধর্মকে অপমান, সড়ক২ রিলিজ হওয়ার আগেই বয়কটের ডাক

‘হিন্দু’ ধর্মকে অপমান, সড়ক২ রিলিজ হওয়ার আগেই বয়কটের ডাক

দৈনিক খবরঃ লকডাউনে থমকে ছিল সমস্ত রকম সিনেমার শুটিং। অবশেষে সমস্ত জল্পনা সেরে “সড়ক-২” মহেশ ভাট এর পরিচালনায় সিনেমাটি রিলিজ হচ্ছে এই মাসের ১০ই জুলাই।কিন্তু রিলিজ হওয়ার আগেই দেখা দিল সমস্যা।দেশজুড়ে সিনেমাটির বয়কটের ডাক নেট দুনিয়ায়। সিনেমাটিতে অভিনয় করছেন স্টার কিট আলিয়া ভাট,পুজা ভাট,সঞ্জয় দত্ত এবং আদিত্য রয় কাপুর ইত্যাদি।

উল্লেখ্য, সিনেমাটির ট্রেইলার বের হবার পরই সমস্যার শুরু দেখা দেয়।উক্ত সিনেমায় পোস্টারে হিন্দু জাতিকে ছোটো করেছে।এই নিয়ে একজন আচার্য চন্দ্র কিশোর নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন।আচার্য চন্দ্র কিশোরের আইনজীবী জানান, সড়ক২ সিনেমার পোস্টারের কৈলাশ পর্বতের ফটো দিয়ে ব্যঙ্গ করেছে,করেছে অপমান।হিন্দু ধর্মের এক আদর্শ ভগবান হল শিব মহাদেব আর এই ভগবানের বাসস্থান হল এই কৈলাস পর্বতেই।হিন্দু জাতিকে আঘাত করার জন্য ভারতীয় আইন অনুসারে ধারা 295A এবং 120B মামলা রজু করেন,যেটি আগামী ৮ই জুলাই আদালতের রায় শুনাবেন।

বলিউড নিয়ে আগে ভারতবাসী সরব না থাকলেও এখন পায় সবারই নজর এই বলিউড জগতে। গত ১৪ই জুন বিখ্যাত অভিনেতার আত্মহত্যায় কেঁদেছিলেন সমগ্র ভারতবাসী।নেপটিসনের স্বীকার হয়েছেন সুশান্ত সিং রাজপুত। চাপ ধরে রাখতে না পেরে অবশেষে নিজের জীবন দিয়ে দিলেন।শুরু হয় নানান প্রশ্ন, নানান সমস্যা।অনেক ইন্টারভিউতে দেখা দিয়েছিল অভিনেত্রী আলিয়া ভাট সুশান্ত সিং রাজপুতকে কিভাবে অপমান করত,করত সুশান্তকে নিয়ে হাসি ঠাট্টা। আত্মহত্যার পরে অনেকের নামে করা হয় অভিযোগ দায়ের।যেমন সালমান খান, করন জোহার,এবং আরো নামি দামি অভিনেতার নামে।বলিউড অভিনেত্রী কঙ্গণা রানাওত নিজের মুখেই খুলাসা করেন বলিউড জগতের আসল রহস্য।তারপর থেকেই শোরগোল উঠে নেট দুনিয়ায় নেটিজেনদের,শুরু হয় তর্ক বিতর্ক। সুশান্ত সিং রাজপুতের রাজ্য বিহারের শুরু হয় নেপটিসম নিয়ে আন্দোলন।বিহারের দোকানের উপরে সালমান খানের থাকা পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়,নিষিদ্ধ করা হয় করন জোহারের সিনেমা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম