fbpx
Friday, July 23, 2021
Homeবিনোদনহিন্দু ভাবাবেগে আঘাত, অমিতাভ সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর

হিন্দু ভাবাবেগে আঘাত, অমিতাভ সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর

বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন সহ সান জনের বিরুদ্ধে মামলা দায়ের হল মুজফফর পুর সিজেএম আদালতে। জানা গেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অমিতাভের করা একটি প্রশ্ন হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ । আর সেই জন্যই এই FIR করেছেন পূর্বাঞ্চল রাজ্য হিন্দু মহাসভার প্রেসিডেন্ট চন্দ্রকিশোর পরাসর।

অমিতাভ বচ্চন, KBC-র পরিচালক রাহুল বর্মা, অরুণ সুরেশ কুমার, টেলিভিশনের এন্টারটেইনমেন্ট বোর্ডের চেয়ারম্যান মনজিৎ সিং, সোনি টিভির CEO এন.পি.সিং, সোনি টিভির মালিক ও সমাজকর্মী বেজ়ওয়াদা উইলসনের বিরুদ্ধে FIR করা হয়েছে।KBC-র ‘করমবীর’ এপিসোডে সমাজকর্মী বেজ়ওয়াদা উইলসন এবং অভিনেতা অনুপ সোনিকে বিতর্কিত প্রশ্নটি করেন অমিতাভ। কী ছিল প্রশ্নটি ?জানতে চাওয়া হয়, “1927 সালের 25 ডিসেম্বর ডাঃ আম্বেদকর ও তাঁর ফলোয়াররা কোন ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছিলেন ?” অপশনে ছিল 1. বিষ্ণু পুরাণ 2. ভগবত গীতা 3. ঋক বেদ 4. মনুস্মৃতি । সঠিক উত্তর হল মনুস্মৃতি । FIR against KBC and Amitabh Bahchchanশোয়ের সেটে অমিতাভউত্তর প্রকাশ করার পর অমিতাভ এক্সপ্লেন করেন, “জাতিভেদ প্রথার বিরুদ্ধে নিজের বক্তব্য প্রমাণ করতে আম্বেদকর এই কাজ করেছিলেন।

এখন বিগ বি এর ভক্তদের মধ্যে একটাই প্রশ্ন কেনো এমন করলেন বিগবি । যদিও সেটি টেলিভিশন শো তাই এর পিছনে যারা আছেন তাদেরকেই দায়ি করছেন সবাই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম