গত ১৪জুন আত্মঘাতি হয়ে মারা যান বলিউড তারকা সুশান্ত সিং রাজপূত। তার মৃত্যুর পর তার অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে। এত কম বয়সে এই রকম ভাবে তার মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। অনেকেই দাবি জানিয়েছেন যে সুশান্ত এর মৃত্যু আত্মহত্যা করে হয়নি তাকে খুন করা হয়েছে। সুশান্ত এর মৃত্যু কে ঘিরে রয়েছে নানা রহস্য। আর তার মৃত্যুর তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে যাওয়ার পর থেকে প্রায় প্রতিদিন নতুন নতুন রহস্য ফাঁস হচ্ছে।
সুশান্ত এর মৃত্যুর জন্য বলিউড এর অনেক স্বজনপোষণ দের ওপর অভিযোগ এর আঙ্গুল উঠেছে। তবে সুশান্ত এর প্রেমিকা রিয়া চক্রবর্তীর ওপর থেকে তার অনুরাগীরা সর্বক্ষণ বিক্ষোভ প্রকাশ করছেন। সুশান্ত এর মৃত্যুর জন্য সুশান্ত এর বাবা ও সুশান্ত এর অনুরাগীরা দায়ী করেছেন সুশান্ত এর গার্লফ্রেইন্ড রিয়া চক্রবর্তীকে।
সুশান্ত এর মৃত্যুর পর থেকেই শুরু হয়েছে তদন্ত সেই সময় থেকেই চলছে রিয়া চক্রবর্তীকে জেরা করা। তারপর সুশান্ত এর মৃত্যুর রহস্য উৎঘাটন করতে তার মৃত্যুর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআই এর ওপর। তার পর শুরু হয়েছে সুশান্ত এর মৃত্যুর রহস্য নিয়ে নানান তথ্য উৎঘাটন।
সূত্রে খবর , সিবিআই অধিকারীরা রিয়া চক্রবর্তীকে একটি সমন পাঠাবেন। এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে। রিয়া চক্রবর্তী কে সমন পাঠানো হবে তারপর তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সিবিআই অধিকারীরা যদি রিয়ার উত্তরে সন্তুষ্ট না হন তাহলে তাকে গ্রেফতার করা হবে। একথা জানালেন সুশান্ত এর বাবার উকিল বিকাশ সিং। তাই তিনি বললেন রিয়া চক্রবর্তীর গ্রেফতার এর খবর টা একদম হালকা ভাবে নেয়াও যাচ্ছে না। তবে রিয়া চক্রবর্তীর উকিল জানান যে , তারা এখন কোনো সমন পান নি। আর এই দিকে সুশান্ত এর বাবার উকিল বিকাশ সিং জানান যে , সিবিআই এর তদন্তে সন্তুষ্ট সুশান্ত এর পরিবার।