fbpx
Friday, July 30, 2021
Homeরাজ্যঘূর্ণি ঝড়ের আশঙ্কার জেরেই কি সদ্য নিযুক্ত বিদ্যুৎ মন্ত্রীর কর্মীদের সাথে বৈঠক?

ঘূর্ণি ঝড়ের আশঙ্কার জেরেই কি সদ্য নিযুক্ত বিদ্যুৎ মন্ত্রীর কর্মীদের সাথে বৈঠক?

বৃহস্পতিবার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের নিয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠক করলেন সদ্য নিযুক্ত বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।ঝড় বৃষ্টির কারন বসতো বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার আগাম প্রস্তুতি নিচ্ছে বিদ্যুৎ দফতর বলে জানা গিয়েছে আর সেই জন্যেই আগে থেকেই প্রস্তুতি সেরে রাখতে চায় রাজ্য প্রশাসনও।

 

 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৪ তারিখ উত্তর-পূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে,যার দরুন ১৬ তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ১৪ ও ১৫ মে মহারাষ্ট্র, কর্নাটক গোয়া, কেরল রাজ্য গুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় ভারী বৃষ্টির জেরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এছাড়াও বাংলার বিভিন্ন জেলাগুলো যেমন-উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি,নদিয়া, মালদা,কালিম্পং পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় আগামী ৩-৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।ঘূর্ণি ঝড়ের আশঙ্কার জেরেই কি সদ্য নিযুক্ত বিদ্যুৎ মন্ত্রীর কর্মীদের সাথে বৈঠক?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম