সীমান্তে ভারত-চিনের মধ্যে এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে। দুই দেশের মধ্যে একাধিক আলোকনাতেও সমস্যার জট এখনো কাটেনি।বর্তমানে লাদাখে চিনা অগ্রাসন ভারতকে ভাবতে বাধ্য করেছে।এর পরেই আকাশপথে কোনো অনুপ্রবেশকারীকে রুখতে বা নজরদারি বাড়াতেই PHALCON Airborne Warning and Control System(AWACS)এর ২টি রেডার সিস্টেম যা প্রায় ২০০কোটি ডলারের বিনিময়ে ইজরায়েল থেকে আনতে চলেছে ভারত।
বর্তমান কেন্দ্র সরকারের তরফ থেকে রীতিমত রেডার দুটি আনবার ব্যাপারে আলোচনা করা হয়েছে, তবে এখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু জানান হয়নি।দেশের প্রতিরক্ষা মন্ত্রকের ক্যাবিনেট কমিটিতে ইতি মধ্যেই প্রস্তাবটি পাঠানো হয়েছে।জানা গিয়েছে, ওই রেডার সিস্টেম বাইরের কোন দেশের প্রবেশের পরে সহজেই সেটিকে চিহ্নিত করতে সক্ষম।তবে ভারতের হাতে সেই রেডার সিস্টেম পৌঁছতে বেশকিছু সময় লাগবে বলে জানা গিয়েছে।
দেশের সুরক্ষার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই রেডার যা, সহজেই ব্যবহারকারী দেশকে শত্রুপক্ষের গতিবিধি এমনকি আক্রমণকে বানচাল করতে সাহায্য করবে।সীমান্তে চিনা কপ্টার গুলোর মাঝে মাঝে ভারতীয় সীমানার গা ঘেঁসে উড়ে বেড়ানো রুখতেই প্রয়োজন সেই রেডার সিস্টেমের। সেই জন্যেই এখন লাদাখ নিয়ে চিন এবং ভারতের মধ্যে যেই ভাবে উত্তেজনা বাড়ছে তাতে এই ধরনের রেডারের প্রয়োজন হয়ে পড়েছে ভারতের কাছে।