fbpx
Sunday, August 1, 2021
Homeআন্তর্জাতিকইসলামিক ধর্মাবলম্বীদের নিশানায় ফ্রান্স,ফরাসি পণ্য বয়কটের ডাক মুসলিম সমাজের

ইসলামিক ধর্মাবলম্বীদের নিশানায় ফ্রান্স,ফরাসি পণ্য বয়কটের ডাক মুসলিম সমাজের

ফরাসি পণ্য বয়কটের ডাক মুসলিম সমাজের।মহম্মদের ব্যঙ্গচিত্র শ্রেণিকক্ষে দেখানোয় শিক্ষকের মুণ্ড কেটে হত্যা করা হয় ফ্রান্সে, এর পর সেই ঘটনায় ব্যাপক সাড়া ওঠে ফ্রান্সে।ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল মাকরঁ সরাসরি ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।এর পরেই ইসলামিক মতবাদ প্রচারের অভিযোগে বেশ কিছু সংগঠনকে নিষিদ্ধ করার সাথেই তাদের ওপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় ফ্রান্সের সরকারের তরফ থেকে।

ফ্রান্সের সরকারের তরফ থেকে একাধিক মসজিদ বন্ধ করা হয়েছে।আর সেই জন্যেই বিশ্বের মুসলিমদের একাধিক সংঘঠন ফ্রান্সের বিরুদ্ধে তোপ ডেকে ফ্রান্সের পণ্য সামগ্রী বয়কটের ডাক দিয়েছে।ঘটনায় ভারতের নেটিজিনদের একাংশ ফ্রান্সের পাশে থেকে সমর্থনে নামলো,ইউটিউবে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সমর্থনে ট্রেন্ডিং করছে #IStandWithFrance।সন্ত্রাসী সংঘঠন গুলোকে রুখতে এবং ফ্রান্সের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে তারা।

বিজেপির এক নেতা কপিল মিশ্রা তার টুইটে জানিয়েছেন, “মানবতার শত্রুদের বিরুদ্ধে এই আন্দোলন ও অবস্থানের জন্যে ভারতের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা”।এছাড়াও একাধিক টুইট এর দ্বারা অনেকেই ফ্রান্সের এই সন্ত্রাসী দমনের জন্যে ফ্রান্সের পক্ষে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম