Home ভাইরাল খবর বেলি ড্যান্স করে ঝড় তুললেন জানভি কাপুর, তীরের গতিতে ছুটছে ভিডিও

বেলি ড্যান্স করে ঝড় তুললেন জানভি কাপুর, তীরের গতিতে ছুটছে ভিডিও

সোশ্যাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম যেখানে প্রতিনিয়ত অভিনেত্রী ও অভিনেতাদের নাচের ভিডিও পোস্ট করেন।জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা তাদের নাচের প্রতিভার সুন্দর ভিডিও তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রীতি জানভি কাপুর তার ইন্সট্রাগ্রাম থেকে একটি নাচের ভিডিও পোস্ট করলেন আর মুহূর্তে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে প্রশংসার ঝড় উঠে গেছে।

বলিউড এর একজন জনপ্রিয় অভিনেত্রী জানভি কাপুর। তিনি তার অভিনয় দক্ষতা দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছেন। বলিউড জগতে তিনি সুপরিচিত। শ্রীদেবী কন্যা জানভি কাপুর তার মায়ের পথেই চলছেন।শ্রীদেবীর নাচের দক্ষতা সম্পর্কে সকলেই জানেন। শ্রীদেবী নাচের দক্ষতা ছিল অপরিসীম।

শ্রীদেবীর বহু সিনেমায় নৃত্য দেখে দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছিল। এবার দেখা যায় তার মেয়ে জানভি কাপুর তার মতোই প্রতিভার অধিকারী। তার এই নাচের ভিডিও দেখে প্রশংসা করেছেন সব তারকা থেকে শুরু করে বিভিন্ন নামিদামি ডান্স টিচারেরা।

শ্রীদেবী কন্যা জানভির সুন্দর বেলি ডান্স সকলের মন কেড়ে নিয়েছে। সবাই জানভির নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন। জানভি কাপুরের নাচ দেখে নেট দুনিয়া তাক লেগে যায়। সোশ্যাল মিডিয়াতে জানভি কাপুর যখনি কোনো ছবি ও ভিডিও পোস্ট করেন সেই সব ভিডিও ও ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

কিছুদিন আগেই অভিনেত্রীর একটি বিয়ের সাজের ছবি নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছিল। তারপর তিনি বলেন এটা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহত্রার নতুন ব্রাইডাল কালেকশন লঞ্চ করার কারণে ওই পোশাক পরে ফটোসুট। অভিনেত্রীর নতুন ভিডিও ও ছবির জন্যই যেন নেট দুনিয়া অধীর আগ্রহে বসে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম