আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: দিনের পর দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় করোনা সংক্রমন বেড়েই চলেছে, তাই বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য রেখে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার সাথেই এলাকায় দু জনের ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুও ঘটেছে বলে জানা যায়, এর পরেই এলাকায় এইরূপ ঘটনাকে মাথায় রেখে আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কড়া লক ডাউনের সিদ্ধান্ত নিল জটেশ্বর মার্চেন্ট এসোসিয়েশন।এর পরেই এলাকার সমস্ত জনসাধারনের জন্যে এলাকায় মাইকের দ্বারা ঘোষণাও করা হয়েছে।
জটেশ্বর ব্যবসায়ী সমিতির সম্পাদক অভিজিত বল বলেন, “জটেশ্বরে ক্রমাগত করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে যাওয়ায় খানিকটা চিন্তা এলাকার মানুষের মধ্যে বেড়েছে, শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব কিছু মঙ্গলবার থেকে শুরু করে আগামী ৫ দিনের জন্য লক ডাউনের আওতায় রাখা হয়েছে। তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে করোনার চেন ভেঙে দেবার জন্যই এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখেই শুধু মাত্র লকডাউন ছাড়া অন্যকোনো বিকল্প আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে পুলিশ প্রশাসন এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কে জানান হয়েছে এবং এই মহামারির অবস্থায় সকলের সহযোগীতাও আমরা আশা রাখছি এই লক ডাউনের সময় জন সাধারন কে যে কোন রকম সাহায্যের জন্য এসোসিয়েশন প্রস্তুত বলে তিনি আশ্বাস দেন।”