Home আলিপুরদুয়ার স্বাধীনতা দিবসে সাধারণ মানুষদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল 'জটেশ্বর প্রগতি সংঘ'

স্বাধীনতা দিবসে সাধারণ মানুষদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘জটেশ্বর প্রগতি সংঘ’

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরের একটি ঐতিহ্যবাহী ক্লাব,’জটেশ্বর প্রগতি সংঘ’। জানা গিয়েছে,ওই এলাকার মানুষদের পাশে থেকে সর্বদা কাজ করে চলছে প্রগতি সংঘ। এমনকি করোনা পরিস্থিতিতে জটেশ্বর এলাকার মানুষদের পাশে থেকে এর আগে রক্তদান শিবির সহ গরিব মানুষদের কাছে খাবার পৌছে দেওয়া, একাধিক সমাজ কল্যাণমূলক কাজকর্ম পালন সমেত সমাজের প্রতি ক্লাবের যে দায়বদ্ধতা আবারও প্রমান করে দিল জটেশ্বরের এই ক্লাবটি,’জটেশ্বর প্রগতি সংঘ’।

এইদিন ক্লাবের পক্ষ থেকে জটেশ্বর এলাকার মানুষদের স্বার্থে দিবা রাত্রি ফ্রিতে অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা দেওয়ার শুভ আরম্ভ করা হলো ক্লাবের পক্ষ থেকে।ক্লাবের তরফ থেকে জানান হয়, আগামী বুধবার থেকে দিবা রাতি এই সুবিধা জনসাধারকে দেওয়া হবে। ‘প্রগতি সংঘের’এই কর্সূচীতে জটেশ্বরের জনসাধারণ খুবই খুশি,জটেশ্বরের একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান, জটেশ্বরের বুকে ‘প্রগতি সংঘ ‘একমাত্র ক্লাব যারা সর্বদা এখানকার সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজকর্ম করছে, সাথে করেই তিনি ক্লাবের সদস্যদের এইরূপ জনকল্যাণ মূলক কাজের জন্যে ধন্যবাদ জানিয়েছেন।

স্বাধীনতা দিবসে সাধারণ মানুষদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল 'জটেশ্বর প্রগতি সংঘ'

ক্লাবের একজন সাধারণ সদস্য সৌপায়ন দে সরকার জানান, “আজ ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস বর্তমানে করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্লাবের নেওয়া এই সুন্দর উদ্যোগে আমি খুব খুশি এবং গর্বিত। ক্লাব সদস্য প্রকাশ রায় মহাশয়ের অর্থ সাহায্যের দ্বারা এবং তার পরলোকগামী জ্যাঠামশাই ‘অমূল্য ধন রায় ‘এর স্মৃতির উদ্যেশে আজ থেকে প্রগতি সংঘের ব্যবস্থাপনায় বিনামূল্যে জরুরী ভিত্তিতে দিবা-রাতি অক্সিজেন পরিষেবার শুভ আরম্ভ করা হলো।আজকের দিনে এই শুভমুহূর্তে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ঋষিকেশ দাস,ক্লাব সম্পাদক প্রসেনজিৎ সাহা রায় সহ ক্লাব কমিটির অন্যান্য সদস্যেরা।সৌপায়ন বাবু আরও জানান, আজকের এই পরিকল্পনা গ্রহণের একটাই উদ্দেশ্য যাতে করে, কোনো সাধারণ মানুষকে অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ না করতে হয়”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম