fbpx
Friday, July 23, 2021
Homeনতুন খবরসমাজসেবায় যীশু সেনগুপ্ত,পাশে দাঁড়ালেন মানুষের

সমাজসেবায় যীশু সেনগুপ্ত,পাশে দাঁড়ালেন মানুষের

সমাজসেবায় যীশু সেনগুপ্ত,পাশে দাঁড়ালেন মানুষের

দেশ জুড়ে করোনা মৃত্যু মিছিল। করোনার দ্বিতীয় ঢেউ গ্রাস করে নিচ্ছে লক্ষ লক্ষ প্রাণ। দেশ জুড়ে করোনা দ্বিতীয় ঢেউয়ের থাবায় ভয়াবহ পরিস্থিতি। দেখা যাচ্ছে অক্সিজেন এর সংকট। পর্যাপ্ত পরিমানে নেই বেড। যার ফলে করোনা আক্রান্তকারীদের কষ্টকর পরিস্থিতি। শ্বাস বায়ু অর্থাৎ অক্সিজেন অভাবে মানুষ প্রাণ হারাচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বলিউড ও টলিউড এর একাধিক তারকা তাদের সাহায্যের হাত বাড়িয়েছেন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টলিউড তারকা যীশু সেনগুপ্ত। তিনি করোনা আক্রান্তকারীদের জন্য একটি সেফ হোম চালু করলেন। যীশু জানিয়েছেন , ” আমরা একটি সেফ হোম চালু করার চেষ্টা করছি , যেখানে আমরা করোনা আক্রান্তকারীদের প্রাথমিক ওষুধ সরবরাহ করতে পাড়ি। আমরা রোগীকে তার অক্সিজেন এর স্তর ৯০ হওয়া পযন্ত রাখবো। তবে যদি এর নিচে নামে তবে তাকে হাসপাতালে স্থানান্তুরিত করবো। ”

 

 

 

যীশু আরও জানিয়েছেন , ” নার্স দের সন্ধান করা একটি বিশাল সমস্যা তবে তবে আমরা প্রতিটি সমস্যা সমাধান করার চেষ্টা করছি। প্রথমে অক্সিজেন সিলিন্ডার পাওয়া সমস্যা ছিল কিন্তু লোক আমাদের সহায়তা করতে এগিয়ে এসেছিলো। “সেফ হোম টি র্লেক মার্কেট এলাকায় বাণীচক্র নাচের স্কুলে চালু হয়েছে । জানা গেছে আগামী মঙ্গলবার থেকে সেই সেফ হোম চালু হয়ে যাবে।সেই সেফ হোম থাকবে ৭ টি কনসেস্ট্রেটর , ২০ টি অক্সিজেন সিলিন্ডার এবং ২০ টি বেড। এছাড়া রয়েছে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত পরিমানে খাবারের জন্য একটি ক্যান্টিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম