Home ভাইরাল খবর দোলের আগেই রঙ ছড়ালেন ঝুমা বৌদি

দোলের আগেই রঙ ছড়ালেন ঝুমা বৌদি

দুপুরে ঠাকুর পো ওয়েব সিরিজের অভিনয় দ্বারা ঝুমা বৌদি ওরফে মোনালিসার পদার্পন হয়েছিল। মোনালিসাকে সকলে ঝুমা বৌদি বলে চেনেন। মোনালিসা ওরফে ঝুমা বৌদি সকলের মনোরঞ্জন এর জন্য প্রায়ই নানা রকমের ভিডিও ও ছবি পোস্ট করেন। নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেল থেকে তিনি প্রায় নানা ছবিতে হট লুকে ও বোল্ড লুকে ধরা দেন। অভিনয় এর পাশাপাশি তিনি খুব ভালো নাচ করেন। প্রায় তিনি নানা রকমের নাচের ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তার সব ভিডিও ও ছবি প্রচুর মানুষ দেখেন।

 

সম্প্রীতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেল থেকেই তিনি ভিডিওটি পোস্ট করেছেন। হোলির আগে হাতে পিচকারী নিয়ে মেতে উঠলেন মোনালিসা ওরফে ঝুমা বৌদি। হালকা গোলাপি লেহেঙ্গা পরে সুন্দর করে সেজেগুঁজে হাতে পিচকারী ও আবির মেখে হিন্দি জনপ্রিয় গান বলম পিচকারী গানে তুমুল নাচ নাচলেন। তার এই তুমুল নাচ দেখে তার অনুরাগীরা পুরো তাক লেগে গেছে। মোনালিসা ওরফে সকলের ঝুমা বৌদিকে বিভিন্ন সময় হট লুক এ দেখা যায় যার ফলে অনেকেই চোখ সরাতে পারে না তার দিক থেকে।

 

মোনালিসার ইন্সট্রাগ্রাম এ তিন মিলিয়ন এর বেশি ফলোয়ারস। বর্তমানে তার জনপ্রিয়তা প্রচুর। দর্শকদের বিনোদন করার জন্য তিনি নিজেকে নানা রকম ভাবে দর্শক এর সামনে ধরা দেন। বিভিন্ন জনপ্রিয় হিন্দি সিরিয়ালে তিনি কাজ করেছেন।স্টার প্লাসে নজর ১ও ২ দুটোতেই মোনালিসা অভিনয় করেছিলেন। নজর সিরিয়াল এ সেক্সি ডাইনি হিসেবে অনুরাগীদের মন কেড়ে নিয়েছিল। এছাড়া কলারস এ ‘ নমক ইশকা ‘ সিরিয়াল এ খলনায়িকা হিসেবে সকলের মন কেড়ে নিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম