ভারতে মোবাইলের যুগে বর্তমানে মুকেশ আম্বানির সংস্থার তৈরী jio নেটওয়ার্ক ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। 4g নেটওয়ার্ক এর মতো বর্তমানে 5g নেটওয়ার্ক ভীষণ চাহিদা। এবার তাই মুকেশ আম্বানির সংস্থা গরিব মানুষের কথা মাথায় রেখে বাজারে নিয়ে আসতে চলেছেন নতুন ফোন তারা সস্তায় আনতে চলেছে 5g ফোন। যা কেনা সাধারণ মানুষ এর জন্য খুব সুবিধা।
সকলের কথা মাথায় রেখে ৫০০০ টাকার কমে বাজারে জিও সংস্থা আনতে চলেছে 5g ফোন।
জানা গিয়েছে প্রথম দফায় ২০ কোটি ভারতীয় পেতে পারেন এই ৫০০০ টাকার কম 5g ফোন। এই ফোন দফায় দফায় বিক্রি হবে।এও জানা গেছে প্রথম ধাপে এই ফোনের দাম ৫০০০ টাকা থাকবে। পরে এই ফোনের চাহিদা অনুযায়ী এর দাম আড়াই তিন হাজার টাকা করা হতে পারে। এই ফোনটি বিপুল জনপ্রিয়তা অর্জন করবে সেই আশা করছে জিও সংস্থা। এই ফোন বাজারে প্রচুর চাহিদা পাবে সেটাই আশা রাখছে জিও সংস্থা। এই কমদামি 5g ফোনে থাকবে মাইক্রোসফ্ট অপারেটিং সিস্টেম। এর আগেও এই জিও সংস্থা লক ডাউন এর সময় সকলের কথা মাথায় রেখে দ্বিগুন সুবিধা সম্পূর্ণ বিভিন্ন নতুন প্ল্যান। জিও ফোনের মতো এই ৫০০০ টাকা কম দামের নতুন 5g ফোনও বিপুল জনপ্রিয়তা পাবে জিও সংস্থা সেই বিষয়ে আশাবাদী।