fbpx
Saturday, July 24, 2021
Homeভাইরাল খবরপুজো দিতে এসেই বিপত্তি! জিব বের করে নৃত্য মহিলার, ভাইরাল ভিডিও

পুজো দিতে এসেই বিপত্তি! জিব বের করে নৃত্য মহিলার, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় নানা রকমের ভয়ঙ্কর ঘটনা। এই রকমের এক ভয়ঙ্কর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে মায়ের পুজো দেখছিলেন নীল শাড়ি পরে এক ভদ্র মহিলা। ওই মহিলার আশেপাশের সবাই মায়ের পুজো দিতে ও পুজো দেখতে এসেছিলো। কিন্তু এর মধ্যেই ওই নীল শাড়ি পরিহিত মহিলা আজব ঘটনা ঘটালো। তিনি জিভ বার করতে শুরু করলেন।

মায়ের মূর্তির দিকে তাকিয়ে নানা ভঙ্গিমা করতে শুরু করলেন তারপর ওই মহিলা সামনের বেরিগেট টপকে মন্দিরের ভেতরে ঢুকে পরে ওই মহিলা। তারপর মহিলা মন্দিরে ওইভাবে জিভ বের করেই ভিতরে ঢুকে যায়। আর মন্দিরে ঢুকে তিনি তার চুল গুলো খুলে দেয়। এবং তান্ডব নৃত্য শুরু করে। ওই মহিলা ঐভাবে তান্ডব নৃত্য শুরু করার পর মন্দিরের ভেতরে থাকা সকল সদস্য বাইরে বেরিয়ে আসে।

ওই মহিলা একদম মা কালির মতো নৃত্য শুরু করেছিলেন। তার এই রকমের নাচের দৃশ্য দেখে সকলে বলেন ওই মহিলার ভর উঠেছে। ওইখানে থাকা একজন ব্যক্তি সম্পূর্ণ ঘটনার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।কিন্তু ওই যে ব্যক্তি ভিডিও করেছেন সে কি করে বুজলো যে ওই মহিলা এইরকম এর ঘটনা ঘটাবে। তাই ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে এটা আগে থেকেই সাজানো। বর্তমানে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য অনেকেই অনেক কিছু করেন। রাতারাতি ভাইরাল হওয়ার জন্য অনেকেই নানা রকমের ঘটনা ঘটায়।

ভিডিওটি দেখে মনে হচ্ছে ওই মহিলাও তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য এইরকম ঘটনা ঘটিয়েছে। বহু কাল থেকে সমাজে একটি কুসংস্কার রয়েছে ঠাকুরের ভর ওঠা। আসলে এইসব ভর ওঠা কিছু নয় এটা এক ধরণের অসুস্থতা। ওই মহিলাও সম্পূর্ণ নাটক করছিলেন। আসলে ওই মহিলা ভাইরাল হতে চেয়েছিল আর সেই কারণেই তিনি এই ধরণের ঘটনা ঘটিয়েছেন। ঝড়ের গতিতে সেই ঘটনার ভিডিও ভাইরাল। ভিডিওটিতে নানা মানুষ নানা রকমের মন্তব্য করেছেন। অনেকে অনেক সমালোচনা করেছেন ওই ঘটনার ভিডিওটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম