fbpx
Friday, July 30, 2021
Homeবিনোদনকঙ্গনা ভাইরাল তার নতুন মেকআপহীন ছবিতে

কঙ্গনা ভাইরাল তার নতুন মেকআপহীন ছবিতে

সোশ্যাল মিডিয়ায় সব অভিনেতা ও অভিনেত্রীরা তাদের নানা রকমের ছবি ও ভিডিও পোস্ট করেন আর মুহূর্তে সেই ছবি ও ভিডিও গুলো ভাইরাল হয়ে যায়। সেলিব্রিটিরা কখনো ট্রাডিশনাল লুক এ কখনো সাধারণ লুক এ কখনো কোনো আনকমন লুক এর ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে সেই সব ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে সকলেই চেনেন। বর্তমানে তার পরিচিতি খুব ছড়িয়ে পড়েছে। অভিনেতা সুশান্ত সিং রাজপূত এর মৃত্যুর পর তিনি বলিউড এর অন্ধকার দিক নেপোটিজম এর দিকটি তুলে ধরেন। বলিউড এর অনেক স্বজনপোষণ দের বিরুদ্ধে তিনি অভিযোগ এর আঙ্গুল তুলেছেন।

View this post on Instagram

Sun kissed in the mountains 🌞

A post shared by Kangana Ranaut (@kanganaranaut) on

এরপর থেকে একের পর এক নানা লড়াই করে চলছেন তিনি। অনেকেই অনেক কিছু বলছে তার সমন্ধে কিন্তু তিনি বলছেন তিনি হার মানার মেয়ে নন।অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মাঝে মধ্যেই অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং সেই সব ছবি মুহূর্তে ভাইরাল হয়।

আরও পড়ুনঃ  পৃথিবী’তে দেখা গেল এক বিরল প্রজাতির ‘সাপ’! দেখুন ভিডিও সহ

গত শুক্রবার কঙ্গনা রানাওয়াত একটি সেলফি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেলফিটিকে দেখা যাচ্ছে কঙ্গনা রানাওয়াত একদম মেকাপ ছাড়া। ছবিটিতে অভিনেত্রী একটি ব্লু টি শার্ট পড়ে আছেন। কঙ্গনা রানাওয়াত বর্তমানে তার বাড়ির শহর মানালি , হিমাচল প্রদেশে আছেন। ছবিটিতে তিনি লিখেছেন , রোদ্দুর পাহাড়ে চুমু খেলো।

আরও পড়ুনঃ  আমির কন্যা ইরা খানের ফটোশ্যুটে উষ্ণতা ছড়াচ্ছে নেটপাড়ায়! মুহূর্তেই ভাইরাল

ছবিটিতে অভিনেত্রী পেছনে শুয়ে আধশোয়া অবস্থায় আছেন। আর সূর্যরশ্মি হালকা ভাবে তার মুখের ওপর পড়ছে। অভিনেত্রী তার বাবা মায়ের সাথে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার বাবা ও মায়ের অল্প বয়সে কাটানো কিছু ছবি ও তার ভাইপোর সাথে তার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর মুহূর্তে সেই সব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম