Home বিনোদন "আমার সময় শেষ হতে চলেছে" চিন্তাপূর্ণ টুইট কঙ্গনা রানাওয়াতের, এর পিছনে কারণ...

“আমার সময় শেষ হতে চলেছে” চিন্তাপূর্ণ টুইট কঙ্গনা রানাওয়াতের, এর পিছনে কারণ কি?

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একাধিক বিষয় নিয়ে সোসাল মিডিয়াতে ঝড় তুলেছেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা সুশান্তের মৃত্যুর দোষী হিসাবে মনে করছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলা নেপোটিজমকে। বলিউডে চলা স্বজনপোষণ এর ফলে সুশান্তের মৃত্যু এছাড়াও সরাসরি নাম করেও অনেক কেই বলিউডে নেপোটিজমের সায় দেওয়ায় কটূক্তি করেছেন কঙ্গনা।তবে টুইটারে তার পোস্ট সকলকে অবাক করে দিয়েছে, তার পোস্ট এর পরথেকেই তার সমর্থকদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্নের বাসা বেঁধেছে।

এইবারে কঙ্গনার টুইটের পর তার আশঙ্খা রয়েছে যে,তার টুইটার হ্যান্ডেল ডিলিট করে দেওয়া হতে পারে,টুইটে এমনটাই জানান বলিউড এই সাহসী অভিনেত্রী।কঙ্গনা মনে করছেন, বলিউডের বিভিন্ন প্রভাবশালী এবং মাফিয়াদের অনুপ্রেরণার দ্বারা তার টুইটার হ্যান্ডেলটিকে বন্ধ করে দেওয়া হতে পারে।

সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডের একাধিক বিষয়ে আঙ্গুল দেখিয়েছে এই অভিনেত্রী, সাথেই বলিউডের একাধিক পরিচালক যেমন, মহেশ ভাট এর বিরুদ্ধে ক্ষোভ উপড়ে ফেলে অভিনেত্রী এছাড়াও পরিচালক করণ জোহারকে নিয়ে কটাক্ষ করেছেন কঙ্গনা।তবে কঙ্গনার পোস্টে কাউকে বা কারও নাম তিনি উল্লেখ করেননি। তবে একটা বিষয় পরিষ্কার, বর্তমানে তার একটাই ভয় ‘যদি তাকে টুইটার থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয় বা তার টুইটার হ্যান্ডেল ডিলিট করে দেওয়া হয়!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম