Home নতুন খবর অক্সিজেন সমস্যা মেটানোর জন্য কঙ্গনার নতুন সমাধান

অক্সিজেন সমস্যা মেটানোর জন্য কঙ্গনার নতুন সমাধান

 

গত এক বছর ধরে সমগ্র বিশ্ব করোনা মরণ ভাইরাস এর সঙ্গে লড়াই করছে। করোনার প্রথম ঢেউ স্বাভাবিক হতে না হতেই আবার শুরু হয়েছে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের থাবা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। হুহু করে বাড়ছে আক্রান্ত এর সংখ্যা। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে। করোনা অবহে মানুষ এখন আতঙ্কিত। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ছড়িয়েছে ৩ লক্ষ। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৫ হাজার ৭৩৫ জন। আক্রান্ত এর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে যার ফলে হাসপাতালে দেখা দিচ্ছে বেড ও অক্সিজেন এর অভাব।

 

 

 

 

এই অক্সিজেন এর অভাব মেটানোর এক পদ্ধতির কথা বললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বললেন , ” যারা অক্সিজেন এর অভাব বোধ করছেন তারা এটা চেষ্টা করে দেখতে পারেন । গাছ লাগানোই স্থায়ী সমাধান আর এটা যদি না পারেন তাহলে গাছ কাটবেন না। নিজের জামাকাপড় রিসাইকেল করুন। বৈদিক খাবার খান। অর্গানিক জীবনযাপন করুন । ” বুধবার কঙ্গনা রানাওয়াত টুইট করে অক্সিজেন এর সমস্যার কথা ও সমস্যা মেটানোর উপায় বললেন। যদিও তার এই সমস্যা সমাধান এই উপায়

 

 

 

বলার জন্য নেটিজেনেদের ট্রোলিং এর শিকারও হতে হয়। মানুষ যখন অক্সিজেন এর জন্য হাসপাতালে হাসপাতালে দৌড়াদৌড়ি করছে সেই সময় কঙ্গনা রানাওয়াতের এই কথা নেট দুনিয়ার ভালো লাগে নাই। কঙ্গনা টুইট এর শেষে জয় শ্রী রাম লিখেছেন। এবং তিনি টুইট এর সাথে সাথে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন যুবতী যোগব্যায়াম এর মাধ্যমে তার অক্সিজেন এর মাত্রা ঠিক জায়গায় নিয়ে আসছেন। তিনি বললেন যোগ ব্যায়াম করলে সাময়িক ভাবে এই সমস্যার সমাধান হবে কিন্তু এর স্থায়ী সমাধান পেতে চাইলে গাছ লাগান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম