fbpx
Sunday, August 1, 2021
Homeকোচবিহারমাথাভাঙ্গা ১ নং ব্লক অফিস প্রাঙ্গনে পালিত হল 'কন্যাশ্রী দিবস'

মাথাভাঙ্গা ১ নং ব্লক অফিস প্রাঙ্গনে পালিত হল ‘কন্যাশ্রী দিবস’

পশ্চিমবঙ্গ এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে ৮ মার্চ বাংলার মেয়েদের জন্য একটি প্রকল্প চালু করেন যার নাম কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্প অনুসারে মেয়েরা ১৮ বছরের পর ২৫000 টাকা পায়। প্রতিটি মেয়ে স্কুল থেকে ফ্রম ফিলাপ করে তারপর ১৮ বছর পূরণ হওয়ার পর মেয়েদের নিজস্ব ব্যাঙ্ক একাউন্ট এ ২৫০০০ টাকা করে দেয় পশ্চিমবঙ্গ সরকার । পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের সব কাজে উৎসাহ দিতে এই প্রকল্প চালু করেন।বর্তমানে ঘরে ঘরে সকলেই জানে এই কন্যাশ্রী প্রকল্প সমন্ধে।

শুক্রবার কন্যাশ্রী দিবস পালিত হল মাথাভাঙ্গা ১ নং ব্লক অফিস প্রাঙ্গনে। করোনা পরিস্থিতিতেই পালন করা হল এই কন্যাশ্রী দিবস। মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা , নারী শিশু সমাজ কল্যাণ ও ত্রাণ সমিতির কর্মদক্ষ কল্যাণী রায় , মাথাভাঙ্গা ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন , মৎস কর্মদক্ষ দেবাশীষ মজুমদার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এছাড়াও অনন্যা জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। সকলেই কিছু বক্তৃতা রাখলেন।

সমাজকল্যাণ কর্ম দক্ষ কল্যাণী রায় এই কন্যাশ্রী বিষয়ে বললেন , ” সারা বিশ্বে করোনা একটি জায়গা করে নিয়েছে। এখন নারী পুরুষ সকলেই সমান তাই নারীকে অবহেলা করা একদম উচিত নয়। সারা বিশ্বে পশ্চিমবঙ্গ সরকার প্রথম স্থান অধিকার করেছে কন্যাশ্রী হিসেবে। তাই আমরা এই কন্যাশ্রী দিবস পালন করলাম “। মেয়েদের উপেক্ষা করা উচিত নয় বর্তমান সমাজে মেয়েরা নানা দিক থেকে এগিয়ে এসেছে। তাদের সব কাজে উৎসাহ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই কন্যাশ্রী প্রকল্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম