হৃদরোগে আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির একটি হাসপাতালে। ৬১ বর্ষীয় প্রাক্তন ক্রিকেটারের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
কপিল দেবের অসুস্থতার খবর টুইটারে প্রকাশ করেন টিনা ঠাকরে নামের এক সাংবাদিক। তিনি ট্যুইট করে জানান, “হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। দিল্লির একটি হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তাঁর দ্রুতআরোগ্য কামনা করি ।”
আগামী ৪৮ ঘন্টা পার না হলে কপিল দেবের শারীরিক অবস্থা সম্পর্কে বলা সম্ভব নয় বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।