ব্যাস্ততার এক ঘেঁয়ে জীবনে মানুষ হাসি আনন্দের জন্য বিনোদন এর শো গুলোর ওপর ভীষণ ভাবে নির্ভরশীল। আর কপিল শর্মার শো এর প্রতি মানুষ একটি বেশি প্রেমী। কপিল শর্মার টুইট মানেই তা নেট জনতার মুখে হাসির ফোয়ারা তুলে দিবে। ” দ্যা কপিল শর্মা শো ” ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে হয়। কপিল এর শো টিআরপি চারটের এর একেবারে ওপরে ছিল দু বছর ধরে। শোনা যাচ্ছে ফের মে মাস থেকে শুরু হবে কপিল শর্মার শুটিং।
দ্যা কপিল শর্মা শো একদম নতুন ফরমেট এ আসতে চলেছে। দর্শকেরা মে মাস থেকেই তাদের প্ৰিয় শো সোনি টিভিতে দেখতে পাবেন। সম্প্রীতি কপিল শর্মার সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করলেন সন্তোষ দাস নামে এক ব্যক্তি। টুইটারে তিনি তার কাজের ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বললেন , আমি আপনার সাথে কাজ করতে চাই স্যার। আমি কি সেই সুযোগ পাবো ? সেই টুইটারের রি টুইট করে কপিল শর্মা উত্তর দিলেন। ” আমি নিজেই তো এখন ঘরে বসে আছি ।
” আসলে তিনি পিতৃকালীন সময়ের ছুটিতে আছেন। দ্বিতীয় সন্তান এর জন্মের পর স্ত্রীর সঙ্গে থাকার জন্য তিনি এই ছুটি নিয়েছেন। একথা তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। ফেব্রুয়ারী মাসে দ্বিতীয় সন্তানের বাবা হন কপিল। টুইটারে সেকথা নিজেই জানালেন কপিল। জ্যোতি জোওসওয়াল নামে এক প্রোফাইল থেকে কপিল শর্মাকে প্রশ্ন করা হয়েছে ‘ দ্যা কপিল শর্মা শো বন্ধ হয়ে যাচ্ছে কি না ? যার উত্তরে তিনি বলেন খুবই অল্প সময়ের জন্য বিরতি নিয়েছেন তিনি।