Home বিনোদন দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউডের বেবো, প্রেগনেন্সি সময়কালীন চলাফেরা ঠিক রাখতে ১০...

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউডের বেবো, প্রেগনেন্সি সময়কালীন চলাফেরা ঠিক রাখতে ১০ লাখি জুতো কিনলেন তিনি

বলিউড এর জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান। তিনি বহু সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তার অন্তসত্ত্বার নানা খবর সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তিনি আবার মা হতে চলেছেন। তৈমুর এবার দাদা হতে চলেছে। এত বছর বয়সে মা হতে লাগলেও তার চেহারায় রয়েছে যৌবন এর উজ্জ্বলতা। সাইফ পত্নী করিনা তার অন্তসত্ত্বাকালীন এর নানা ছবি প্রায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অন্তসত্ত্বাকালীন সময়ে তিনি নিজেকে বিশেষ ভাবে যত্ন নিচ্ছেন। নিজের দিকে বিশেষ ভাবে নজর রাখছেন। আর তিনি তাই এবার পরে নিলেন ১০ লাখ টাকার চটি। জানা গেল প্রেগনেন্সি সময়কালীন সময়ে যেহেতু পা ফোলে তাই হাঁটাচলা সুবিধার জন্য করিনা এই চটি কিনেছেন। সম্প্রীতি করিনার পায়ে দেখা গেল ইন্টারনশানাল ব্র্যান্ড Bottege veneta এর লিড চটিতে। এই চটির দাম ১০ লাখ ৬ হাজার টাকা।

প্রেগনেন্সি সময়কালীন সময়ে তিনি নিজেকে সুন্দর ভাবে যত্ন নেন তার ছবি দেখলেই তা বোঝা যায়। তার চেহেরায় রূপের আগুন ঝড়ে পড়ছে। হাসি মুখে ক্যামেরার সামনে নিজেকে তুলে ধরেন । বেবি বাম্প নিয়ে নিজেকে হাসি মুখে তুলে ধরেন সকলের সামনে। বয়স তার কাছে শুধু সংখ্যা মাত্র। তার ফিটনেস দেখে তার বয়স বোঝার জো নেই। চেহারা দিয়ে রূপ লাবণ্য ঝরে পড়ছে। তার গ্ল্যামার ও ফিটনেস দেখে মনে তিনি এখন যৌবনা। তবে সিনেমা করতে করিনা কাপুর ভালোবাসেন। তৈমুর হওয়ার সময়ও তিনি রীতিমতো ফটোসুট ও অভিনয় করেছিলেন।কোনো কিছুর জন্যই তিনি ফটোসুট করা বন্ধ করতে চান না। তিনি আগেই বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম