fbpx
Saturday, July 24, 2021
Homeবিনোদনঅন্তঃসত্ত্বা সইফ আলি খানের স্ত্রী করিনা কাপুর খান,দ্বিতীয় বার মা হতে চলেছেন...

অন্তঃসত্ত্বা সইফ আলি খানের স্ত্রী করিনা কাপুর খান,দ্বিতীয় বার মা হতে চলেছেন ‘বেবো’

আবারও সুখবর খান পরিবারে, দ্বিতীয় বার মা হতে চলছে করিনা কাপুর খান।বুধবারে সইফ পুত্রি সারা আলি খানের জন্মদিনে সইফ-করিনা এমনটাই জানান।সইফ ও করিনা তাদের একটি বিবৃতিতে জানান, তাদের ঘরে নতুন সদস্য আসতে চলেছে।

সইফ ও করিনা ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বহু বছরের ভালোবাসা এই দুই অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে ছিল আর তার পরেই বিয়ের পিড়িতে বসেন তারা।এর পরেই বিবাহ জীবনের ৪বছর পরেই তাদের ঘরে পুত্র সন্তানের জন্ম হয়, সইফ-করিনার সন্তানের প্রথম সন্তান তৈমুর। এবারে তৈমুর দাদা হতে চলেছে। বুধবারে সোসাল মিডিয়াতে অনেক সমর্থকেরা সইফ-করিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনয় জীবনে সইফ ও করিনা দুজনেই সফল, কাজ নিয়ে খুব ব্যস্ত তারা দুজনেই।করিনার পরবর্তী সিনেমা যেখানে তাকে আমির খানের সাথে দেখা যাবে,২০২১সের ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে করিনা ও আমির খানের সেই ছবি।জানা গিয়েছে,ছবির কাজ এখনো শেষ হয়নি তাই অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির বাকি অংশের শুটিং সারতে চলেছে করিনা।একদিকে যেমন অভিনয় ঠিক অপরদিকে সংসার চালানো, একজন সফলতম গৃহবধূ হিসাবেও বেবো সফল।তাই যেমন ঘরের কাজ তেমনি নিজের ফিল্মি কেরিয়ারেও যথেষ্ট সচেতন করিনা, প্রথমবার অন্তঃসত্ত্বা থাকাকালীনও নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করে গিয়েছেন এমনকি ছুটিও নেননি করিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম