Home বিনোদন অন্তসত্ত্বা অবস্থাতেও আমির খানের সাথে শ্যুটিং নিয়ে ব্যস্ত করিনা , নিজস্ব বিমানে...

অন্তসত্ত্বা অবস্থাতেও আমির খানের সাথে শ্যুটিং নিয়ে ব্যস্ত করিনা , নিজস্ব বিমানে উড়ে গেলেন দিল্লি

বলিউড এর জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান। তিনি বহু সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তার অন্তসত্ত্বার নানা খবর সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তিনি আবার মা হতে চলেছেন। তবে সিনেমা করতে করিনা কাপুর ভালোবাসেন। তৈমুর হওয়ার সময়ও তিনি রীতিমতো ফটোসুট ও অভিনয় করেছিলেন।কোনো কিছুর জন্যই তিনি সিনেমা করা বন্ধ করতে চান না। কোনো কারণেই তিনি তার শুটিং এর কাজ বন্ধ করতে চান না।

তার বয়স ৪০ বছর। বর্তমানে তিনি ৩ – ৪ মাসের অন্তসত্ত্বা। এই বেবি বাম্প নিয়েই তিনি চলে গেলেন শুটিং করতে। এর আগেই তিনি বেবি বাম্প নিয়ে শুটিং করেছিলেন। তিনি বেবি বাম্প নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়ায় নিজেকে ধরা দেন। তিনি আগেই বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন। তিনি সিনেমার শুটিং এর জন্য চলে গেলেন দিল্লি লাল সিং চাড্ডার সেটে।

নিজের ব্যক্তিগত বিমানে করেই তিনি দিল্লি পৌঁছলেন।আমির খান প্রোডাকশন অদৈত চন্দন পরিচালিত লাল সিং চাড্ডা হল একটি কমেডি নাটক। দিল্লিতেই চলবে এই সিনেমার আগামী শুটিং।

এই সিনেমাটি ২০২১ এ রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাস এর জেরে সিনেমাটি রিলিজ এর তারিখ পিছিয়ে গেছে। তবে অভিনেত্রী যত তাড়াতাড়ি সম্ভব শুটিং এর কাজ শেষ করতে চাইছেন। কারণ তিনি বেবি বাম্প শুটিং এর কাজ করছেন তাই সিনেমার সব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে তার বেবি বাম্পকে ভিজুয়াল এফেক্টস দিয়ে মুছে দেওয়া হয়েছে। আর বেশি দেরি হলে তার বেবি বাম্প প্রকাশ পেতে শুরু করবে। এই ছবিটিতে প্রধান চরিত্রে আমির খান ও করিনা কাপুর খানকে দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম