fbpx
Friday, July 30, 2021
Homeবিনোদনছোট্ট বোনকে পেয়ে দারুন খুশি তৈমুর, আনন্দে মাতলো পতৌদি প্যালেস

ছোট্ট বোনকে পেয়ে দারুন খুশি তৈমুর, আনন্দে মাতলো পতৌদি প্যালেস

বলিউড তারকা করিনা কাপুর খান আবার মা হতে চলেছেন এই খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সর্বত্র। আগস্ট মাসে এই খবর আসে কিন্তু ছয় মাস হতে না হতেই করিনা কাপুর এর ঘরে এলো নতুন সদস্য। তাদের ঘরে এলো একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। এই মেয়েকে পেয়ে ভীষণ খুশি করিনা কাপুর ও তার পরিবারের সকলে। আর এই ছোট্ট ফুটফুটে পরীকে পেয়ে খুশির বাঁধ ভেঙেছে তৈমুর আলি খান এর। বোনকে পেয়ে খুব খুশি তৈমুর। ভালোবেসে বোন এর নাম রাখলেন সিয়া। ছোট্ট ফুটফুটে মেয়েকে পেয়ে করিনা কাপুর এর পরিবার খুশি হলেও তাদের ঘরে ছোট্ট মেয়ের গৃহ প্রবেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শুরু হয়েছে গুঞ্জন। এত তাড়াতাড়ি করিনা কাপুর এর ডেলিভারি কি করে সম্ভব এই প্রশ্ন সকলের মনে।

করিনা কাপুর এবার নিজে এইসব প্রশ্নের উত্তর দিলেন। সকলের কৌতূহল এর অবসান ঘটালেন। তার মা হতে এখন দেরি আছে। এই ফুটফুটে কন্যাটি করিনা কাপুর খান এর টিমের অন্যতম সদস্যা নয়না সোহান এর। করিনা কাপুর তার টিমের সকল সদস্যাকে ভালোবাসেন। আর তাই টিমের সদস্যাদের সন্তানেরাও খুব কাছের করিনা কাপুর এর। তাদের সন্তানদের খুব ভালোবাসেন করিনা। নয়না ৩০ অগাস্ট মা হয়েছেন।

বুধবার নয়না ও তার ম্যানেজার পুনমকে নিমন্ত্রণ করেছিলেন করিনা। বুধবার নয়না ডিনার পার্টিতে আসেন তখন বেশ আনন্দে সময় কাটান করিনা তার বন্ধুদের সাথে। বেশ আড্ডা দেন তিনি তাদের সাথে। সেদিন তিনি নীল রঙের ওয়ান পিস এ আরও সুন্দর লাগছিলেন তিনি। বন্ধুদের সাথে অনেক ছবি তোলেন। সেই সব ছবি তার বন্ধুরা পোস্ট করেন আর মুহূর্তে সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তখন নয়নার মেয়েকে কোলে নিয়ে ছবি তুলেছেন করিনা। নিজের ইন্সট্রাগ্রাম থেকে পোস্ট করেছেন তিনি সিয়াকে কোলে নিয়ে ছবি। এবং তখন তৈমুরও সিয়াকে কোলে নিয়ে ছবি তুলেছে। তৈমুর ব্যাস্ত ছোট্ট বোনকে নিয়ে। ছোট্ট বোনকে আদরে ভরিয়ে দিচ্ছে ছোট্ট তৈমুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম