fbpx
Friday, July 23, 2021
Homeআন্তর্জাতিকঅভাবের সংসার,দুমুঠো খাবার জোগাতে রিকশা চালাতে বাধ্য যুবতী!

অভাবের সংসার,দুমুঠো খাবার জোগাতে রিকশা চালাতে বাধ্য যুবতী!

অভাবের সংসার,দুমুঠো খাবার জোগাতে রিকশা চালাতে বাধ্য যুবতী!

গরিব ঘরের মেয়ে, হাতে টাকা পয়সা নেই, বাড়িতে রয়েছেন মা, তার ছোট ভাই এবং বোন। সংসারের হাল ফিরাতে প্রয়োজন অর্থের কিন্তু সেটা আসবে কোথা থেকে? মা অসুস্থ তাই বড় হয়ে সে নিজের পায়ে দাঁড়িয়ে আছে এবং সে উপার্জনও করছে পথে পথে রিকশা চালিয়ে!

 

 

মেধাবী ছাত্রী হয়েও, পেশা হিসাবে রিকশা চালানোকে বেছে নিল কেন রুমানা?রুমানার বাবা পুরো সংসারের দায়িত্ব ফেলে তাদের ছেড়ে পালিয়ে গিয়েছেন।তার মা মানসিকভাবে অসুস্থ আর সেই জন্যেই পরিবারের বড় সন্তান হওয়ার সুবাদে ভাই বোন এবং মায়ের মুখে দু’মুঠো খাবার তুলে দেওয়া ও মায়ের চিকিৎসার জন্য নিজের পড়াশোনা বিসর্জন দিয়ে সে এখন রিকশা চালায় রুমানা!তবে রুমানার মনে কোনো দুঃখ নেই মুখে হাসি আর তার সৌভাগ্য যে সে তার পরিবারের জন্যে নিজে কাজ করছে পরিশ্রম করছে।

 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রুমানাকে রিকশা চালাতে। ওই ভিডিওতে তাকে তার জীবনকাহিনী বলতে শোনা যায়। যা শুনে চোখে জল এসে গিয়েছে নেটিজেনদের। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় এবং প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার পেয়েছে।দেখে নেওয়া যাক ভিডিওটি যেখানে একজন সাহসী যুবতীর নিজের পরিবারের প্রতি দায়িত্ব পরায়ণতার ঝলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম