fbpx
Saturday, July 24, 2021
Homeমালদাবন্ধ দোকান ভেঙে লক্ষাধিক টাকার মদ চুরি!

বন্ধ দোকান ভেঙে লক্ষাধিক টাকার মদ চুরি!

বন্ধ দোকান ভেঙে লক্ষাধিক টাকার মদ চুরি!

 

দেশে বাড়তি করোনা সংক্রমণের জেরে বিভিন্ন রাজ্যগুলোতে লকডাউন কার্যকরী করা হয়েছে, ঠিক তেমনি বাংলার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে সরকার ১৫দিনের টানা লকডাউন ঘোষণা করে।গত শনিবার লকডাউন ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় মদ কিনতে মানুষের লম্বা লাইন দেখা গিয়েছে কিন্তু লকডাউন শুরু হতেই একটি ঘটনা সামনে আসে,দোকানের সাটার ভেঙে প্রায় লক্ষাধিক টাকার দেশি বিদেশি মদ চুরির ঘটনা সামনে আসে।খবর সূত্রে জানা গিয়েছে,ঘটনাটি ঘটেছে মালদার গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের একটি মদের দোকান যেখান থেকে মদ চুরির ঘটনা জানা গিয়েছে।

 

 

জানা গিয়েছে,মদের দোকানের মালিক অসিত প্রসাদ শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান এর পর রবিবার সকালে তারাপদ রায় নামে একব্যক্তি তার দোকানের সামনে দিয়ে যেতেই লক্ষ্যে করেন যে দোকানটির শাটার ভাঙা সাথে সাথে তিনি দোকান মালিক অসিত প্রসাদকে ফোন করে চুরির ঘটনা জানান। এর পরেই খবর পেয়ে অসিত বাবু সেখানে পৌঁছন এবং দোকানের অবস্থা দেখে ব্যবসায়ী সমিতির সভাপতি বিধান রায়কে বিষয়টি জানান।ঘটনাটিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরে পুলিশকে খবর দিতেই গাজোল থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছোয়। দোকান মালিক অসিত প্রসাদ অভিযোগ করেন তিনি জানান, দোকানে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার মদ ছিল যার অধিকাংশই চুরি হয়েছে।জানা গিয়েছে,ওই এলাকায় এর আগেও চুরির ঘটনা ঘটেছে।ইতি মধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ এমনটাই পুলিশের তরফে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম