fbpx
Sunday, August 1, 2021
Homeনতুন খবরসনু সুদ এর ফান্ডে টাকা দিলেন লক্ষী

সনু সুদ এর ফান্ডে টাকা দিলেন লক্ষী

সোনু সুদ এর ফান্ড এ টাকা দিলেন লক্ষী

দেশ জুড়ে এখন একটাই শব্দ করোনা ভাইরাস। করোনা দ্বিতীয় ঢেউয়ের থাবায় ভয়াবহ পরিস্থিতি দেশ জুড়ে। দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ । যেমন হারে বাড়ছে করোনা তেমন হারেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এরই মাঝে দ্বিতীয় ঢেউয়ের কবলে দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন এর সংকট। তবে এই সংকটকালীন পরিস্থিতিতেও রয়েছে অক্সিজেন নিয়ে কালো বাজারি। এছাড়া রয়েছে পর্যাপ্ত পরিমানে বেড এর সংকট। অক্সিজেন ও বেড এর জন্য চারিদিকে হাহাকার পরে গেছে। অক্সিজেন এর অভাবে অনেকেই তাদের প্রাণ হারাচ্ছে।

 

 

এই ভয়াবহ পরিস্থিতিতে অনেক সেলিব্রিটি থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ করোনা আক্রান্ত কারীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অনেকেই অক্সিজেন , বেড সহ নানা পরিষেবার জন্য অর্থনৈতিক ভাবে সাহায্যে এর হাত বাড়িয়ে দিয়েছে করোনা আক্রান্তকারীদের জন্য। বলিউড অভিনেতা সোনু সুদ ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে ভগবানের পাঠানো দূত এ পরিণত হয়েছে। সোনু সুদ এই করোনা মোকাবিলায় মানুষের চ্যারিটি ফান্ড তৈরী করেছেন। এর মধ্যেই সোনু সুদ এর ফাউন্ডেশোনে নিজের ৫ মাসের পেনশন দান করে সাহায্যেএ হাত বাড়িয়ে দিলেন অন্ধপ্রদেশের ছোট্ট গ্রামের এক ইউটিউবার। তিনি সোনু সুদ এর ফান্ড এ ১৫ হাজার টাকা দান করলেন।ওই মহিলার নাম বড্ডো নাগা লক্ষী। তিনি অন্ধ অর্থাৎ দৃষ্টিহীন।

 

 

 

টুইটারে সোনু সুদ লিখেছেন , ” আমার জন্য লক্ষীই সবচেয়ে ধনী ভারতীয়। কারও বেদনা দেখার জন্য আপনার দৃষ্টি শক্তির দরকার নেই আপনি একজন সত্যিকারের নায়ক , ট্রু হিরো। ” অন্ধপ্রদেশের ভারিকুন্টাপারু নামে ছোট্ট গ্রামের বাসিন্দা লক্ষী যিনি একজন ইউটিউবার তিনি বুঝিয়ে দিয়েছেন মানুষের দুঃখ দেখার জন্য চোখের দরকার হয় না। মনের দৃষ্টি দিয়ে দেখে তা অনুভব করা যায়। লক্ষীর এই পদক্ষেপ এ সোনু সুদ প্রশংসা তো করেছেন এছাড়া তার এই কাজে নেটিজেনেরা ভীষণ প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

শীর্ষ সংবাদ

অন্য রকম