Home অফবিট কোজাগরী লক্ষ্মী পূজার দিন এই কাজগুলো করলে হবে কুবেরসম অর্থলাভ।

কোজাগরী লক্ষ্মী পূজার দিন এই কাজগুলো করলে হবে কুবেরসম অর্থলাভ।

মা লক্ষীর পুজো প্রায় প্রতিটি ঘরে ঘরে হয়। প্রচলিত আছে মা লক্ষীর পুজো করলে মানুষ ধনবান হয়। মা লক্ষী কৃপা করলে ভক্তদের সংসারে সুখ শান্তি বজায় থাকে। মা লক্ষীর পুজো করলে মা লক্ষীকে তুষ্ট করতে পারলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে। আপনার কর্মক্ষেত্রে আপনি লাভবান হবেন। মা লক্ষীকে তুষ্ট করতে কয়েকটা আচার পালন করলেই হয়। কয়েকটি আচার পালন করলে মা লক্ষী আপনার বাড়িতে অধিস্থিত হবেন।

লক্ষী পুজোর দিন লক্ষী পুজোর সাথে নারায়ণ পুজো করলে মা লক্ষী সন্তুষ্ট হন।

লক্ষী পুজোর পর যে উপবাস থেকে লক্ষী পুজো করে সে যদি ব্রাহ্মণ ভোজন করায় তাহলে খুব ভালো। মা লক্ষী তাহলে সেই পরিবারের প্রতি সদয় হন।

লক্ষী পুজোর দিন যদি পাঁচজন কুমারী মেয়েকে উপহার দেওয়া হয় তাহলে খুব শুভ হয়।

লক্ষী পুজোর দিন গরিব দুঃখীদের কিছু দান করলে খুব পুন্য লাভ করা যায়।

লক্ষী পুজোর দিন যদি গঙ্গায় স্নান করে কোজাগরী লক্ষী পুজো করা হয় তাহলে খুব ভালো হয়। মা খুবই সন্তুষ্ট হয়।

কোজাগরী লক্ষী পুজোর দিন দরজার সামনে মায়ের পদ চিহ্ন আকলে খুবই শুভ।

লক্ষী পুজোর দিন মায়ের সামনে পাঁচটি করি রাখা খুব ভালো। তারপর সেই করি ক্যাশ বাক্সে রাখলে অর্থবান হওয়া যায়।

লক্ষী পুজোর দিন লক্ষী পাঁচালি পরা উচিত। ও ১০৮ বার গায়েত্রী মন্ত্র জপ করা খুবই শুভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শীর্ষ সংবাদ

- Advertisement -

অন্য রকম